২০২৫-এ সাবধান! ভয়ঙ্কর হয়ে উঠবে রাহু, ক্ষতির মুখে পড়বে এই চার রাশি

বাংলা হান্ট ডেস্ক: চলছে ২০২৪ এর ডিসেম্বর মাস। ক্যালেন্ডারের পাতা উল্টালেই শুরু হয়ে যাবে নতুন আরো একটি বছর। অর্থাৎ হাতে আর বেশি সময়ও বাকি নেই। আর নতুন বছর শুরু মানেই সমস্ত কিছু নতুন ভাবেই শুরু। এবছর যে কাজ করেননি, সেই কাজও সম্পন্ন করবেন নতুন বছরে। কিন্তু এই যে সব নতুন ভাবে, শুভ ভাবে শুরু করবেন ভাবছেন তবে এটা আপনার উপর নির্ভর করে না। আপনার জীবনে ভালো, খারাপ সমস্তটাই নির্ভর করে জ্যোতিষশাস্ত্রের (Astrology) উপর। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গ্রহদের স্থান যেমনভাবে পরিবর্তন হবে, আপনার জীবনও ঠিক ঐভাবে চলবে।

জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে গ্রহদের স্থান পরিবর্তন:

এবার ২০২৫ এ চার রাশির জীবন অত্যন্ত খারাপ হতে চলেছে। কারণ জ্যোতিষশাস্ত্র (Astrology) বলছে, ২০২৫ সালে মে মাসে রাহু তার স্থান পরিবর্তন করবে এই সময় রাহু বৃহস্পতির মীন রাশি থেকে স্থানান্তর করবে শনির রাশি কুম্ভতে। বৈদিক শাস্ত্র অনুসারে, রাহুকে বলা হয় ছায়া গ্রহ। রাহু যদি একবার স্থান পরির্বতন করে কিংবা বিপরীত চালে হাঁটে তাহলে ধ্বংস অবধারিত। আর এবার নতুন বছরে রাহুর গমনের কারণে চার রাশির জীবন হবে বরবাদ।

According to astrology rahu's transit is going to be bad for 4 zodiac signs in 2025

কোন চার রাশির জীবন প্রভাবিত হতে চলেছে:

১) মিথুন রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, কুম্ভ রাশিতে রাহুর গমনের কারণে বিভিন্ন ভাবে ক্ষতি হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় নতুন কিছু শুরু করার কথা ভাবতে যাবেন না। উল্টে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, কর্মক্ষেত্রেও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২) সিংহ রাশি: রাহুর অশুভ দৃষ্টির কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে বিভিন্ন পরিবর্তন আসতে পারে। সহকর্মীদের সাথে সমঝোতা করে চলুন। এইসময় আপনার হয়ে যাওয়া কাজও পণ্ড হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে মন অস্থির হয়ে উঠবে। পারিবারিক বিবাদ আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। তাই এই সময় ধৈর্য না হারিয়ে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন।

আরও পড়ুনঃ শুরু কড়াকড়ি! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খারাপ খবর!

৩) তুলা রাশি: তুলা রাশি জাতকরা অত্যন্ত সাবধানে থাকুন। এই সময় রাহু তুলা রাশির নবম গ্রহে অবস্থান করবে। এখন সবচেয়ে বেশি নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন। বড়সড় দুর্ঘটনা ঘটার যোগ রয়েছে। পাশাপাশি, বাবা-মায়েরও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। দাম্পত্য জীবনেও অশান্তি সৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ হায় হায়! RBI’র নতুন গভর্নরের নাম ঘোষণার পরেই ছন্দপতন! টাকার যা মূল্য নামল….কপাল চাপড়াবেন

৪) কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। কারণ এই রাশিতেই অবস্থান করেছে রাহু। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে এই সময় আপনার আর্থিক ক্ষয়ক্ষতির উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় অতিরিক্ত ব্যয় করার কথা ভাববেন না। বিভিন্ন কারণে মানসিক বিভ্রান্তিতে পড়তে পারেন।

(এই প্রতিবেদনটি পুরোটাই জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে লেখা হয়েছে, এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর