বাংলাহান্ট ডেস্ক: আবারো দুঃসংবাদ বলিউড ইন্ডাস্ট্রিতে। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ চতুর্বেদী (Mithilesh Chaturvedi)। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেন পরিচালক হনসল মেহতা। জানা যাচ্ছে, গতকাল আচমকাই হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার।
সোশ্যাল মিডিয়ায় প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর শেয়ার করেছেন তাঁর জামাই আশিসও। শোকবার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘আপনি এ দুনিয়ার সবথেকে ভাল বাবা ছিলেন। জামাই নয়, নিজের ছেলের মতো ভালবাসা দিয়েছিলেন আমাকে। ঈশ্বর আপনার আত্মাকে শান্তি দিক।’ সঙ্গে প্রয়াত অভিনেতার কয়েকটি ছবিও শেয়ার করেছেন আশিস।
বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়াতে নেটনাগরিকরাও শোক প্রকাশ করেছেন। বিগত কয়েক বছরে বিনোদন দুনিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মিথিলেশ চতুর্বেদীর মৃত্যু বলিউডের কাছে নিঃসন্দেহে একটা অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন শোকতপ্ত অনুরাগীরা।
শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ার জন্য জন্মস্থান লখনউতে পাঠানো হয়েছিল অভিনেতাকে। ৩ রা অগাস্ট সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। টেলিভিশষ এবং বড়পর্দায় দীর্ঘদিষ ধরে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন মিথিলেশ চতুর্বেদী।
নীলি ছাতরি ওয়ালে, কয়ামত এর মতো বহু সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি বলিউডের একাধিক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। কোই মিল গয়া, অশোকা, গদর এক প্রেম কথা, রেডির মতো ছবিতে দেখা গিয়েছিল মিথিলেশকে।
শেষবার পাটিয়ালা বেবস নামে একটি টেলিভিশন শো তে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মিথিলেশ চতুর্বেদী। ওয়েব সিরিজ তালি জোড়িতেও অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু সেটা আর হল না।