বাংলা হান্ট ডেস্কঃ ৬৬ বছরের বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। সেই ‘মিস্টার ইন্ডিয়া’র ক্যালেন্ডারের পাতায় ছেদ। বৃহস্পাতিবার ভোর রাতে প্রয়াত হন কৌতুকাভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সতীশের মৃত্যুর খবর দেন বন্ধু অনুপম খের। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বলিউড।
বৃহস্পতিবার সকালে নিজের করা টুইটে অনুপম লেখেন, ‘‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনও ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনও দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’’
जानता हूँ “मृत्यु ही इस दुनिया का अंतिम सच है!” पर ये बात मैं जीते जी कभी अपने जिगरी दोस्त #SatishKaushik के बारे में लिखूँगा, ये मैंने सपने में भी नहीं सोचा था।45 साल की दोस्ती पर ऐसे अचानक पूर्णविराम !! Life will NEVER be the same without you SATISH ! ओम् शांति! 💔💔💔 pic.twitter.com/WC5Yutwvqc
— Anupam Kher (@AnupamPKher) March 8, 2023
পরিচালনার, অভিনয় দুটিই সমদক্ষতায় পালন করেছেন তিঁনি। দুদিন আগেই জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও হাজির হয়েছিলেন সতীশ কৌশিক। সূত্রের খবর, তার পর হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি দিল্লিতে হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ‘তেরে নাম’ খ্যাত পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু সংবাদ মেলে।