শনিবারেও পরীক্ষা নিরীক্ষা, এখন কেমন আছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ‍্যায়?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আপাতত সুস্থ আছেন প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ‍্যায় (Madhabi Mukherjee)। শুক্রবার আচমকা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে। আপাতত স্থিতিশীল রয়েছেন মাধবী।

বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন রক্তাল্পতার সমস‍্যায়। সুগারেরও সমস‍্যা রয়েছে বলে খবর। শুক্রবার সকালে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। আর দেরি করেননি পরিবারের সদস‍্যরা। তড়িঘড়ি অভিনেত্রীকে ভর্তি করা হয় আলিপুরের উডল‍্যান্ডস হাসপাতালে। সেখানকার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে।


শুক্রবার সুগার পরীক্ষার পাশাপাশি সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষাও করা হয়েছিল। কিন্তু তেমন আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। তবে সোডিয়ামের পরিমাণ সামান‍্য কম রয়েছে বলে খবর। শনিবার এন্ডোস্কোপি করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। শরীরে রক্তাল্পতার কারণ জানার জন‍্যই করা হবে এন্ডোস্কোপি।

করোনা পরীক্ষাও হয়েছে মাধবী মুখোপাধ‍্যায়ের। কিন্তু রিপোর্ট নেগেটিভই এসেছে। অন‍্যান‍্য সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পরেই অভিনেত্রীকে কবে ছাড়া হবে না হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। আপাতত হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

বাংলা ছবির স্বর্ণযুগের অন‍্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী মাধবী মুখোপাধ‍্যায়। খুব ছোট বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। সত‍্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহার মতো সে সময়কার তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন অভিনত্রী।

অভিনয় জগতে পা রাখার পর আসল নাম মাধুরী বদলে মাধবী রাখেন তিনি। বাইশে শ্রাবণ, চিরুলতা, মহানগর, কাপুরুষ, ছদ্মবেশী, গণদেবতা, স্ত্রীর পত্র, কড়ি দিয়ে কিনলাম এর মতো বহু ছবিতে কাজ করেছেন তিনি। পরবর্তীকালে বড়পর্দায় দেখা না গেলেও টুকটাক সিরিয়ালে কাজ করেছেন মাধবী মুখোপাধ‍্যায়।

সম্পর্কিত খবর

X