বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একের পর এক ক্ষেত্রে ব্যবসায়িক বিস্তার ঘটাচ্ছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপ (Adani Group) ৪০০ কোটি টাকার এন্টারপ্রাইজ মূল্যের বিনিময়ে বিমান চলাচল রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহল (MRO) পরিষেবা সংস্থা এয়ার ওয়ার্কস (Air Works) কোম্পানি অধিগ্রহণ করবে।
ফের বাজিমাত আদানি গ্রুপের (Adani Group):
এদিকে, আদানি গ্রুপ (Adani Group) একটি বিবৃতিতে বলেছে যে আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড (ADSTL) ভারতের বৃহত্তম বেসরকারি খাতের MRO কোম্পানি এয়ার ওয়ার্কসে ৮৫.৮ শতাংশ অংশীদারিত্ব কেনার জন্য একটি শেয়ার ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। এই সংস্থার সর্বভারতীয় বৃহত্তম উপস্থিতি রয়েছে। ইতিমধ্যেই এই সংস্থা দেশের ৩৫ টি শহরে বিস্তৃত রয়েছে। যেখানে কর্মরত রয়েছেন ১,৩০০ জনেরও বেশি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এয়ার ওয়ার্কসের ফিক্সড-উইং এবং রোটারি-উইং উভয় বিমানের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দক্ষতা রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই অধিগ্রহণটি প্রতিরক্ষা MRO সেক্টরে আদানি গ্রুপের (Adani Group) সক্ষমতা বাড়াবে এবং ভারতের বিমান প্রতিরক্ষা ইকোসিস্টেমে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, এই কৌশলগত পদক্ষেপটি আদানির বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। যা অসামরিক বিমান চলাচল পরিষেবা সেক্টরে গ্রুপের সম্প্রসারণের ভিত্তিকে স্থাপন করবে।
আরও পড়ুন: আর নয় রেহাই! Airtel, BSNL, Jio এবং Vi-এর ওপর কড়া অ্যাকশন TRAI-এর, দিতে হবে জরিমানাও
জানিয়ে রাখি যে, এয়ার ওয়ার্কস তার ভারতীয় এবং বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য বিমান পরিষেবার একটি সম্পূর্ণ সার্ভিস উপলব্ধ করে। যার মধ্যে রয়েছে লাইন রক্ষণাবেক্ষণ, হেভি চেক, অভ্যন্তরীণ সংস্কার, পেইন্টিং, রিডিস্ট্রিবিউশন চেক এবং এভিওনিক্সের পাশাপাশি অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবস্থাও।
আরও পড়ুন: মেলবোর্ন টেস্টের আগে ভারতের প্রতি হল অবিচার! অসন্তুষ্ট টিম ইন্ডিয়া, কারণ জানলে হবেন অবাক
এই সংস্থাটি হোসুর, মুম্বাই এবং কোচিতে তার ফেসিলিটি থেকে ন্যারোবডি এবং টার্বোপ্রপ বিমানের পাশাপাশি রোটারি বিমানগুলির জন্য বেস রক্ষণাবেক্ষণ প্রদান করে এবং ২০ টিরও বেশি দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ন্ত্রক সাবস্ক্রিপশন গ্রহণ করে।