বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বিরাট নজির গড়ল আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (Adani Ports and Special Economic Zone Limited, APSEZ)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই APSEZ বিশ্বের বৃহত্তম পরিবহণ পরিষেবা সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এতদিন পর্যন্ত এই তকমা ছিল চিনের বেজিং-সাংহাই হাই স্পিড রেলওয়ের কাছে। যদিও এবার, ওই চিনা সংস্থাকে হারিয়ে দিয়ে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন বিশ্বের বৃহত্তম পরিবহণ সংস্থায় পরিণত হয়েছে।
উল্লেখ্য যে, গত বুধবার পর্যন্ত APSEZ-এর বাজারমূল্যের পরিমাণ ছিল ৩৭ বিলিয়ন ডলার। এদিকে, ২০ জুন অর্থাৎ বৃহস্পতিবারেও এই ভারতীয় সংস্থার বাজারমূল্য আরও অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ, সকাল থেকেই স্টক এক্সচেঞ্জে আদানি পোর্টসের শেয়ারের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী ছিল। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত দুপুর ১ টা বেজে ৫৫ মিনিট নাগাদ APSEZ-এর শেয়ার ১.৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪৬৯.০৫ টাকায় রয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিন দেখা গিয়েছিল যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বিজেপি লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই সংস্থার শেয়ারের মূল্যে ২০ শতাংশেরও বেশি পতন ঘটেছিল। এমতাবস্থায়, ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের শেয়ার বাজার বিশ্লেষক ডেনিস ওং জানিয়েছেন যে, “আগামী পোর্টসের শেয়ারে বিনিয়োগ করার বিষয়টিতে কিছুটা ঝুঁকির আশঙ্কা রয়েছে।” শুধু তাই নয়, তিনি এটাও জানিয়েছেন যে, ভারতের নতুন জোট সরকারের অধীনে এই সংস্থা আয় বৃদ্ধির অনিশ্চয়তার মুখোমুখিও হতে পারে।
আরও পড়ুন: মেলার থেকেও বেশি ভিড়, বসেছে দোকানপাট! সেলফি-রিলসের ভিড়ে দুর্ঘটনার স্থানই এখন “টুরিস্ট স্পট”
এদিকে, আদানি পোর্টসের তরফে দাবি করা হয়েছে যে, ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থাটি ভারতের মোট কার্গোর ২৭ শতাংশ ওঠা-নামার সঙ্গে যুক্ত ছিল। এদিকে, দেশের ৪৪ শতাংশ কন্টেনার কার্গো ওঠা-নামার সঙ্গে যুক্ত ছিল এই সংস্থা। যেটি পরিসংখ্যান অনুযায়ী, আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। এমতাবস্থায়, বিষয়টির পরিপ্রেক্ষিতে ডিআরচোকসি ফিনসার্ভের ম্যানেজিং ডিরেক্টর দেবেন চোকসি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন।
আরও পড়ুন: জাহির খান হচ্ছেন টিম ইন্ডিয়ার পরবর্তী বোলিং কোচ? গম্ভীরের ইন্টারভিউয়ের মাঝেই বিরাট পরামর্শ পেল BCCI
তিনি জানিয়েছেন “এটা হল আদানি পোর্টসের জন্য একটি নতুন যাত্রার সূচনা। কারণ সংস্থাটি এখন উল্লেখযোগ্য ক্যাশ ফ্লো-র মধ্যে রয়েছে এবং সঠিক দক্ষতার মাধ্যমে লক্ষ লক্ষ মেট্রিক টন কার্গো ওঠা-নামানো করছে।” পাশাপাশি, নুভামা অল্টারনেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ অনুসারে জানানো হয়েছে, ভারতের বেঞ্চমার্ক ইক্যুইটি সূচকে অন্তর্ভুক্ত হতে চলেছে আদানি পোর্টস। যার ফলে, এই সংস্থা ২৫২ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করতে পারে।