বাংলা হান্ট ডেস্ক: আমেরিকান শর্ট সেলিং কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) নেতিবাচক রিপোর্ট সামনে আসার পরেই চরম সমস্যায় পড়ে আদানি গ্রুপ (Adani Group)। এমনকি, ওই গ্রূপের অন্তর্ভুক্ত কোম্পানিগুলির শেয়ারের দামও লাফিয়ে লাফিয়ে কমতে শুরু করে। গত ১০ টি ব্যবসায়িক দিনে রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছে গ্রূপটি। এদিকে, গ্রূপের কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় মার্কেট ক্যাপও অর্ধেকে নেমে আসে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় ধনকুবের গৌতম আদানির মোট সম্পদের পরিমানও নেমে আসে মাত্র ৫৮ বিলিয়ন ডলারে। তবে, গত ২৪ জানুয়ারি এই রিপোর্ট সামনে আসার পর যে পতনের ঝড় শুরু হয়েছিল তা এখন কিছুটা প্রশমিত হয়েছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যেই গত মঙ্গলবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি আদানি গ্রুপের শেয়ারগুলিতে কিছুটা উর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, আদানি এন্টারপ্রাইজের শেয়ার দুই দিনেই রীতিমতো দ্বিগুণ হয়েছে।
বুধবারও আদানি এন্টারপ্রাইজের শেয়ারগুলি একটি শক্তিশালী উর্ধ্বগতির সাথে খোলে। বাজার খোলার সাথে সাথে শেয়ারটি ১,৯৮৭ টাকার স্তর অতিক্রম করেছে। এমনকি, আদানি গ্রুপের বেশিরভাগ শেয়ারেই উর্ধ্বমুখী প্রভাব বজায় রয়েছে। এদিকে, শেয়ারের দর বৃদ্ধির সাথে সাথে গৌতম আদানির ব্যক্তিগত সম্পদের পরিমানও বাড়ছে। দু’দিনে, আদানির মোট সম্পদ ৫৮ বিলিয়ন ডলার থেকে ৬৪.৯ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে বলেও জানা গিয়েছে।
ধনকুবেরদের তালিকায় প্রথম ২০-তে আদানির প্রত্যাবর্তন: ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকায় প্রতি মুহূর্তে গৌতম আদানির সম্পদ বাড়ছে। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত গৌতম আদানির মোট সম্পদের পরিমান বেড়ে হয়েছে ৬৪.৯ বিলিয়ন ডলার। মাত্র তিন ঘণ্টায় আদানির সম্পদ বেড়েছে ৭.৩১ শতাংশ। ৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গৌতম আদানির মোট সম্পদ ৪.৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। অর্থাৎ কয়েক ঘণ্টায় তাঁর সম্পদ বেড়েছে ৩,৫৫,৪৬,৬১,৬৫,০০০ টাকা। আদানির ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির সাথে সাথে তিনি ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকায় প্রথম ২০-তেও প্রত্যাবর্তন করেছেন। আপাতত আদানি রয়েছেন ১৭ তম স্থানে। তাঁর ঠিক আগেই রয়েছেন মার্ক জুকেরবার্গ।
আদানির শেয়ারেও বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে: ইতিমধ্যেই আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে ব্যাপক উত্থান ঘটেছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার ১৩ শতাংশ বৃদ্ধির সাথে ২,০৩৬ টাকার স্তর অতিক্রম করেছে। অন্যদিকে, আদানি ট্রান্সমিশন লিমিটেডের শেয়ার ৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ১,৩১৪ টাকার উপরে পৌঁছেছে। এছাড়াও, আদানি পোর্টের শেয়ারে ৭.৬ শতাংশ বৃদ্ধি ঘটেছে। মূলত, আদানি গ্রিন এনার্জি এবং টোটাল গ্যাসের শেয়ার বাদে, আদানি গ্রুপের সমস্ত শেয়ার বুধবার উর্ধ্বমুখী ছিল বলে জানা গিয়েছে।