এখনও কাজ করে চলেছে আদিত্য L-1, পাঠাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য! সুখবর শোনাল ISRO

বাংলা হান্ট ডেস্ক : এখনও সমানতালে কাজ চালিয়ে যাচ্ছে আদিত্য এল ওয়ান (Aditya L 1)। সম্প্রতি একটি বিবৃতি জারি করে বড় তথ্য সামনে এনেছেন ISRO প্রধান এস সোমনাথ। গত রবিবার তিনি জানিয়েছেন, ভারতের পাঠানো আদিত্য এল ওয়ান আজও মিশন সূর্য’-এ কাজ করছে‌। ধারাবাহিকভাবে পাঠিয়ে যাচ্ছে তথ্য।

গত সোমবার জুয়েলারি ভিত্তিক সংস্থা পিসি চন্দ্র গ্রুপের কাছ থেকে একটি পুরস্কার নেওয়ার সময় সাংবাদিকদের সামনে এসেছিলেন এস সোমনাথ। সেখানেই তাকে আদিত্য এল ওয়ান প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আদিত্য এল ওয়ান এখনও সক্রিয় রয়েছে। এবং বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করে তা পাঠিয়ে চলেছে।

এইদিন তিনি বলেন, ‘আমরা সূর্যের দিকে একটানা দেখছি। UV চৌম্বকীয় চার্জ পর্যবেক্ষণ, করোনা গ্রাফ পর্যবেক্ষণ, এক্স-রে, সবকিছুর উপরেই চলছে নজরদারি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা এই স্যাটেলাইটটি পাঁচ বছর ধরে রাখছি, পর্যবেক্ষণটি দীর্ঘমেয়াদী পরিমাপ হিসাবে বিশ্লেষণ করা হবে। এটি আপনার তাৎক্ষণিক খবরের মত নয় যে আজ সূর্য সম্পর্কে কিছু জানানো হয়েছে, আগামীকাল অন্য কিছু ঘটবে, সবকিছু প্রতিবার ঘটবে।’

আরও পড়ুন :সুগার লেভেল ৩০০ পার, তাতেও কমল না শাস্তি! ফের ১৪ দিনের জেল হেফাজতে কেজরি

C Users sajuc AppData Desktop Aditya L1 solar mission

আদিত্য এল 1 মহাকাশে প্রেরণ করা হয় ২০২৩ সালের ২ সেপ্টেম্বর। তারপর থেকেই কাজ করে চলেছে আদিত্য এল 1। মিশনের ব্যাখ্যা দিয়ে সোমনাথ বলেন, ‘চন্দ্র দ্বারা সূর্যকে অবরুদ্ধ করায় গ্রহন ঘটে। এটি এমন নয় যে সূর্যগ্রহণের সময় সূর্যের মধ্যে কিছু ঘটে। তবে স্পষ্টতই, আমাদের মিশনও তথ্য সংগ্রহ করছে। সূর্যগ্রহণের আগে, সূর্যগ্রহণের সময় এবং সূর্যগ্রহণের পরেও তথ্য আহরণ করে চলেছে।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর