বাংলা হান্ট ডেস্ক : সমস্যা বাড়ল বই কমল না, গত সপ্তাহের শুক্রবার থেকেই সোমবার অবধি বেঙ্গালুরু থেকে পাঠানো 59 জন বাংলাদেশি সন্দেহে আপাতত নজরদারিতে মিছে হাওড়া জেলা পুলিশের। কিন্তু এত লোকের খাবার জোগাড় দিতেই কার্যত হিমশিম খেতে হচ্ছে জেলা প্রশাসনকে। ই নিয়ে সমস্যায় পড়েছে রাজ্য প্রশাসনও, তবে এদের নিয়ে ঠিক কী করা হবে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে নবান্ন।
এমনকি কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের তরফ থেকে গোটা বিষয়টি জানতে চাওয়া হলেও উত্তর দিতে পারেনি নবান্ন। যদিও ইতিমধ্যেই কর্নাটক সরকারের কাছে 59 জন কি রাজ্যের হাতে তুলে দেওয়ার জন্য নবান্নের তরফে চিঠি পাঠানো হয়েছে , চিঠির উত্তরে কোনটা প্রশাসন রাজ্যকেই সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধৃতদের তুলে দেওয়ার পরামর্শ দিয়েছিল ।
কিন্তু এখনও অবধি সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে কোনও যোগাযোগ সম্ভব হয়নি তাই আপাতত সেই 59 জন পুলিশের হাতে আটক রয়েছে। তাই হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে হাওড়ার নিশ্চিন্দায় তাঁদের থাকার ব্যবস্থা করেছে। আপাতত তাঁদের স্বনিযুক্ত কেন্দ্রের 6 টি ঘরে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
তবে এঁদের ঠিক কতদিন রাখতে হবে? ভবিষ্যতে বাকি? এবং চিন্তিত হাওড়া জেলা প্রশাসন। তবে যেহেতু অনুপ্রবেশকারী হিসেবে পাঠানো হয়েছে তা নিয়ে কিন্তু এখনও জেলা প্রশাসনের তরফে কোনও রকম মন্তব্য করেননি।
ফলে ক্ষোভ চলতি বছরের অক্টোবর মাসে 59 জন বাংলা ভাষীকে বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বেঙ্গালুরু প্রশাসন সে দেশের হোমে আটকে রেখেছিল এরপর 22 নভেম্বর তারিখে হাওড়ায় পাঠিয়ে দেওয়া হয়।