কাশ্মীর ও আফগানিস্তান এক নয়,হুঁশিয়ারি দিলেন তালিবানরা

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই পাকিস্তান সংসদের এক বিরোধী নেতা আফগানিস্তানের সাথে কাশ্মীরের তুলনা করে বলেছিলেন, ‘ এটা কি ধরনের চুক্তি,যে আফগানরা কাবুলে শান্তি ভোগ করছেন,উদযাপন করছেন, আর কাশ্মীরের রক্ত ঝরছে?, না এটা আমরা মেনে নিতে পারি না।

images 7

 

পাকিস্তান সংসদের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তাঁর এই বক্তব্যের নিন্দা করে আফগানরা। এমনকি শেষ পর্যন্ত কাবুলে অবস্থিত পাকিস্তানের রাষ্ট্রদূত জাহিদ নাসরুল্লাহ খান বলেন, ‘কাশ্মীর সমস্যার সাথে আফগানিস্তানের হিংসার কোন সম্পর্ক নেই। দুর্ভাগ্যবশত এই সমস্যার এখনো কোনো সমাধান হলো না। ‘

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় শেষ পর্যন্ত মুখ খোলেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহেদ। তিনি বলেন,’ দয়া করে আফগানিস্তানকে অন্য দেশের প্রতিযোগিতার জায়গা বানাবেন না। কিছু দল কাশ্মীরের বিষয়টিকে আফগানিস্তানের সাথে জুড়ছেন। এতে সমস্যার কোন সমাধান হবে না।’

সম্পর্কিত খবর