বাংলা হান্ট ডেস্ক : বাবরি মসজিদের (Babri Masjid) পর এবার নজরে জ্ঞানবাপী (Gyanvapi Masjid)। রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের পরপরই বড়সড় তথ্য সামনে আনল ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ (ASI)। হিন্দুপক্ষের দাবি, বারাণসীর (Varanasi) এই মসজিদের নিচে রয়েছে হিন্দু মন্দির (Hindu Temple)। মন্দির ভেঙেই তৈরি হয়েছে এই মসজিদ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে আইনজীবী বিষ্ণু শংকর জৈন বেশ স্পষ্টভাবেই জানান, জ্ঞানবাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো রয়েছে।
খ্যাতনামা এই আইনজীবীর বক্তব্য, ‘মন্দিরের পুরনো কাঠামো ব্যবহার করেই মসজিদ নির্মাণ করা হয়েছে বলে ASI-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে।’ তারপর থেকেই জল্পনা যে, সত্যিই কি কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে তৈরি হয়েছে জ্ঞানবাপী? এই বিতর্ক বহুদিনের। ইতিহাসবিদদের দাবি, দুস্কৃতিদের নজর ছিল এই কাশী বিশ্বনাথ মন্দিরের উপর। বহুবার হামলাও করে দুস্কৃতিরা।
ইতিহাসবিদরা আরও বলেন, শেষ হামলা হয় মোঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে। সেই সময়ই মন্দিরের কাঠামোকে গুড়িয়ে গড়ে তোলা হয় জ্ঞানবাপী মসজিদ। এই প্রসঙ্গে একটি মুখবন্ধ খামও জমা দেওয়া হয় বারাণসী (Varanasi) জেলা আদালতে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তরফ থেকে জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা রিপোর্ট জমা দেওয়া হয়।
আদালতের তরফে জানানো হয়, ASI এর এই রিপোর্ট হিন্দু এবং মুসলিম__দুই পক্ষকেই দেওয়া হবে। বৃহস্পতিবার যে রিপোর্ট সামনে আসে তাতে বলা হয়, জ্ঞানবাপী মসজিদের নিচেই রয়েছে মন্দিরের কাঠামো। এর আগে গত ২০২১ সালের অগাস্টেও একবার মন্দিরের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছিল।
আরও পড়ুন : রামপুরহাট থেকে উদ্ধার ৬৪০০ জিলেটিন স্টিক, বানচাল নাশকতার ছক, শোরগোল বাংলায়
সেবার পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর মসজিদের ভেতরে দেবদেবীর মূর্তির খোঁজ পেয়েছিল বলে দাবি করে। এই দাবির উপর ভিত্তি করেই শুরু হয় জ্ঞানবাপীর ভেতরে ভিডিও সার্ভে। এবং দীর্ঘ সমীক্ষার পর রিপোর্ট পেশ করা হয় মসজিদের নীচে রয়েছে মন্দিরের অস্তিত্ব।