করোনা প্রভাব চীন থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ভারতে তার প্রভাব পড়েছে । সমগ্র বিশ্বে এখনও অবধি করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। চীনের পর ইরানে এই রোগ সর্বাধিক বিস্তার লাভ করেছে। ইরানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি মানুষ এবং মারা গিয়েছেন প্রায় ৭০০ জন। ভারতে এই রোগ এখন দ্বিতীয় পর্যায়ে রয়েছে। যেভাবে এই রোগ দ্রুত বিস্তার লাভ করছে, তাতে তৃতীয় পর্যায়ে গেলে তা আর সামলানোর পর্যায়ে থাকবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
করোনা গ্রাস করেছে সারা বিশ্বকে।চীনের পর ইরানে এই রোগ সর্বাধিক বিস্তার লাভ করেছে। বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র। এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী।করোনার কোনও প্রতিষেধক এখনো বেরোয়নি, একমাত্র গোমূত্রই করোনা রুখতে পারে বলে মত অনেকের। এলাকায় অনেক জায়গায় অবাধে বিলানো হচ্ছে গোমূত্র। আর এদিকে সেই দেখে অবাক অনেকেই ।আর এবার গো মূত্র খেয়ে অসুস্থ হলেন এক তৃণমূল কর্মী। ঝাড়গ্রাম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামদা এলাকার বাসিন্দা শিবু গড়াই। পেশায় কাপড়ের ব্যবসায়ী , ১৫ দিন আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন ।
ফেরার পথে দেড়শো টাকা দিয়ে কিনে আনেন ৪০০ মিলিলিটারের গোমূত্রের শিশি। ার করোনা নিয়ে আতঙ্ক ছড়াতেই তিনি এতোটা ভয় পেয়ে গেছিলেন যে তারপরেই তা খেয়ে নেন , ওয়েরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রসঙ্গত এদিন দীলিপ ঘোষ বলেন ‘‘এই প্রথম কি কেউ গোমূত্র খাচ্ছেন? বাড়িতে নারায়ণের সিন্নি দেওয়ার সময়ে যে পঞ্চগব্য ব্যবহৃত হয়, তাতে গোমূত্র থাকে না?’’ আর এসব দেখে অনেকেই গো মূত্র খেয়েছেন। আর এরপরেই ওই অসুস্থ ব্যাক্তিকে হাস্পাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানায় পশুদের মধ্যে অনেক রকমের জীবানু থাকে, আর সম্ভবত তার থেকেই কোন ইনফেকশন ছড়িয়েছে। তবে এখন অনেকটাই সুস্থ আছেন।