পয়গম্বর কটূক্তি কাণ্ডে নয়া মোড়! নূপুর শর্মার মৃত্যুদণ্ডের দাবি তুললো AIMIM সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর নিয়ে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে সরগরম রয়েছে দেশের রাজনীতি। একাধিক ইসলামিক দেশগুলি যখন ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের একাধিক প্রান্ত থেকেও বিক্ষোভের ঘটনা সামনে উঠে এসেছে। বেশ কয়েকটি জায়গায় 144 ধারা পর্যন্ত জারি করা হয়েছে আর এর মাঝেই এবার নূপুর শর্মাকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলল এআইএমআইএম। সম্প্রতি, দলের সাংসদ ইমতিয়াজ জলিল প্রাক্তন বিজেপি নেত্রীর মৃত্যুদণ্ডের দাবি তোলেন আর এরপর দল থেকে সেই বিষয়ে কড়া বিবৃতি জারি করা হলো।

গতকাল ঔরঙ্গাবাদ জেলার এআইএমআইএম (AIMIM) সাংসদ ইমতিয়াজ জলিল প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মৃত্যুদণ্ডের দাবি তোলেন। তিনি বলেন, “পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নূপুর শর্মাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এই সকল অপরাধীদের যদি সহজে যেতে দেওয়া হয়, তাহলে তা দেশের জন্য কখনোই ভালো হবে না। সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ধর্ম কিংবা জাতি প্রসঙ্গে কোন বিতর্কিত মন্তব্য করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।” এরপরই তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, “যার মন্তব্যে বর্তমানে গোটা বিশ্ব উত্তাল হয়ে রয়েছে, তাকে কেবল মাত্র দল থেকে বহিষ্কার করেই নিজেদের কাজ শেষ করেছে বিজেপি। এটা কোন সঠিক পদক্ষেপ নয়। তৎক্ষণাৎ ওকে গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডের সাজা দেওয়া উচিত।”

jpg 20220611 103509 0000

উল্লেখ্য, পয়গম্বর নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর থেকেই ভারতের বিরুদ্ধে সরব হয়েছে ইসলামিক দেশগুলি। তবে শুধু বিদেশে নয়, এই ঘটনার আঁচ এসে পড়েছে ভারতের একাধিক প্রান্তে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিশেষ সম্প্রদায়ের মানুষেরা বিক্ষোভ দেখিয়ে চলেছে। পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ এবং ইট বৃষ্টির মতো বিভিন্ন ঘটনা সামনে উঠে এসেছে আর এই পরিস্থিতিতে যখন গোটা দেশ বিপন্ন, সেই মুহূর্তে প্রাক্তন বিজেপি নেত্রীর মৃত্যুদণ্ডের দাবি তুলে নতুন এক বিতর্কের জন্ম দিল এআইএমআইএম দলের সাংসদ।


Sayan Das

সম্পর্কিত খবর