বাংলা হান্ট ডেস্ক ঃ প্রথম থেকেই নানান রকম অফার দিয়ে গ্রাহকদের মন জয় করেছিল রিলায়েন্স জিও। যদিও বর্তমানে ইউজারদের কথা অনুযায়ী, ডেটা স্পিড ভালো দিচ্ছেনা জিও।
তবুও প্রতিযোগিতার বাজারে ভারতে এয়ারটেল কে টপকে দেশের টেলিকম শিল্পে দ্বিতীয় স্থান ধরে রাখলো রিলায়েন্স জিও। মে মাসের শেষের দিকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এপ্রিল মাসেই তাদের ৩২৩ মিলিয়ন ওয়ারলেস গ্রাহকের সঙ্গে আরও ৮.২ মিলিয়ন নতুন ব্যবহারকারী যুক্ত করতে সফল হয়েছে রিলায়েন্স জিও।
অর্থাৎ এয়ারটেল কে টপকে এগিয়ে গেল জিও। তবে প্রতিযোগিতার বাজারে এক নম্বরে রয়েছে ভোডাফোনের নাম। যদিও এক নম্বরেই নিজেদের নাম পাকাপাকি করতে চায় জিও।