oppo, vivo, mi এর মত চীনা সংস্থাদেরকে টক্কর দিয়ে এবার কম দামে 4g স্মার্টফোন আনতে চলেছে airtel। বেশ কিছু স্মার্টফোন নির্মাতা সংস্থার সাথে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে তারা। jio এর পর airtel ই ভারতের দ্বিতীয় টেলিকম কোম্পানি যারা বাজারে ৪জি স্মার্টফোন আনবে।
ভারতের মাটিতে লকড ও আনলকড উভয় ধরনের ফোনের ব্যাপারেই চিন্তা করছে airtel. যদিও আমেরিকার মত ভারতে লকড স্মার্টফোনের অতখানি চাহিদা নেই। প্রসঙ্গত, লকড স্মার্টফোন বলতে সেই সব স্মার্ট ফোন বোঝায় যেগুলিতে কেবল নির্মাতা সংস্থার সিম ছাড়া অন্য কোনো সিম ব্যাবহার করা যায় না। এর আগে tata indicom, mts এর মত বেশ কিছু সংস্থা, ভারতে লকড স্মার্টফোন আনলেও তা খুব বেশি চলেনি।
পাশাপাশি, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে জিও এর নতুন স্মার্ট ফোন। 4g এর পাশাপাশি যেখানে থাকবে 5g কানেক্টিভিটিও। যদিও মোবাইলের বাজারে জিও এই প্রথম নয় এর আগেও দুটি জিও ফোন এনেছিল জিও।
জিও ফোন ১ বেশ সাড়াও ফেলেছিল। প্রথাগত ফিচার ফোনকেই স্মার্ট করে বেশ সাড়া ফেলেছিল এই ফোনটি। দামও ছিল অত্যন্ত কম। অন্যদিকে জিও ফোন দুই কোয়ারটি কিপ্যাডের সাথে এসেছিল। একই রকম হওয়া সত্ত্বেও তেমন সাড়া জাগাতে পারে নি। দাম ছিল ৩ হাজার টাকার কাছাকাছি।
জানা যাচ্ছে, জিও এর অন্যান্য ফোন গুলির মত এই ফোনটির দামও হবে অত্যন্ত কম। বাজার চলতি বাজেট স্মার্ট ফোনের থেকেও দাম কম হবে বলে আশা করা হচ্ছে। তবে Google এর Android অপারেটিং সিস্টেমে এই ফোনে 4g এর পাশাপাশি 5g পাওয়া যাবে। ডিসেম্বরের মধ্যেই ১০ কোটি স্মার্ট ফোন আনতে চলেছে জিও।
জিও এর এই ফোনটি অন্যান্য ফোনের মত পকেট ফ্রেন্ডলি হলেও ফিচারের ক্ষেত্রে কোনো রকম আপোষ করতে চাইছে না জিও। ইতিমধ্যেই বিভিন্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থার সাথে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, জানা যাচ্ছে, জিও ভারতে ৫জি আনার ব্যাপারেও অত্যন্ত উৎসাহী খুব শীঘ্রই ভারতে জিও এর হাত ধরে আসতে পারে ৫জি পরিষেবা।