মুখে কুলুপ এঁটেও প্রশ্ন এড়াতে পারলেন না, ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিষ্ফোরক প্রতিক্রিয়া অজয়ের

বাংলাহান্ট ডেস্ক: দ‍্য কাশ্মীর ফাইলসের (The Kashmir Files) উন্মাদনা ক্রমেই ছড়িয়ে পড়ছে বলিউড ছাড়িয়ে গোটা দেশে। যে তারকারা এতদিন ছবির সাফল‍্য দেখেও চুপ করেছিলেন তারাও একে একে মুখ খুলতে বাধ‍্য হচ্ছেন। সম্প্রতি আমির খান বলেছিলেন, দ‍্য কাশ্মীর ফাইলস গোটা দেশের দেখা উচিত। এবার মুখ খুললেন অজয় দেবগণ (Ajay Devgan)।

সোমবার মুম্বইতে একটি অনুষ্ঠানে নিজের আগামী ছবি ‘রানওয়ে ৩৪’ এর ট্রেলার প্রকাশ‍্যে আনেন অজয়‌। সেই উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অজয় জানান, রানওয়ে ৩৪ ছবিটি সত‍্য ঘটনার উপরে অবলম্বন করে তৈরি হয়েছে। এ প্রসঙ্গেই এক সাংবাদিক প্রশ্ন করেন, সত‍্য ঘটনার উপরে ছবি বানালে কি দর্শকরা বেশি পছন্দ করেন? নাম করা হয় বহুল চর্চিত ‘দ‍্য কাশ্মীর ফাইলস’এরও।

   

Ajay devgan 571 855
উত্তরে অজয় বলেন, “তেমন কোনো কথা নেই। শুধু তো বলিউড নয়, গোটা বিশ্বেই এমন ছবি বানানোর প্রবণতা দেখা যাচ্ছে। আমি আত্মজীবনী মূলক ছবি করেছি, যেমন দ‍্য লেজেন্ড অফ ভগৎ সিং। কিছু কিছু গল্প এতটাই অনুপ্রেরণামূলক, সত‍্যিটা এতই অভূতপূর্ব যে কাল্পনিক গল্প সেভাবে লেখা যায় না।”

অভিনেতার বক্তব‍্য, ছবি বানানোর জন‍্যই শুধু সত‍্য ঘটনা খোঁজা হয় না। একটা গল্প শুনলে মনে হয় যে গোটা বিশ্বের সেটা জানা উচিত‌ তখনি সেটা সিনেমার রূপ পায়। নয়তো কাল্পনিক গল্প তো রয়েছেই। উল্লেখ‍্য, থ্রিলার ধর্মী ছবি ‘রানওয়ে ৩৪’এর পরিচালনা করেছেন অজয় নিজে। পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।  এছাড়াও ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন ও রকুল প্রীত সিং।

সম্প্রতি দক্ষিণী ছবি ‘আর আর আর’ এর প্রচারে এসে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বক্তব‍্য রেখেছিলেন আমির খান। তিনি বলেন, “এই ছবিটি সবার মন ছুঁয়ে গিয়েছে যারা মনুষ‍্যত্বে বিশ্বাস করে। আমি নিশ্চয়ই ছবিটি দেখব আর আমি খুশি যে ছবিটি এত সাফল‍্য পেয়েছে।”

আমির আরো বলেন, “কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল সেটা সত‍্যিই খুব দুঃখজনক ঘটনা। ওই বিষয়ের উপরে এমন একটি ছবি তৈরি হয়েছে। এটা সমস্ত দেশবাসীর নিশ্চয়ই দেখা উচিত এবং মনে রাখা উচিত।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর