কাজলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন, তিন মাস মুম্বই ফিরবেন না অজয়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অজয় দেবগণ (Ajay Devgan) এবং কাজল (Kajol), বলিউডের মিষ্টি জুটি। দীর্ঘদিন আগে প্রেম করে বিয়ে করেছিলেন দুজনে। সম্পূর্ণ ভিন্ন মেরুর দুই মানুষ একে অপরকে ভালবেসে এক হয়েছিলেন। তারপর থেকে হাজারো ঝড় ঝাপটা আসলেও আলাদা হননি তাঁরা। সেই অঘটনটাই ঘটে গেল এবার।

আগামী তিন মাস মুম্বইতে ফিরবেন না অজয়। কাজল একাই থাকবেন সেখানে। হঠাৎ দূরত্ব বেড়ে গেল কেন দুজনের? কিছুদিন আগেই সপরিবারে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন অজয় কাজল। মুম্বইতে ফেরার পর বেশিদিন কাটেনি। আবার হায়দ্রাবাদ উড়ে গিয়েছেন অভিনেতা। মুম্বইতে পড়ে রয়েছেন কাজল।

ব্যাপারটা কী? সব ঠিক আছে তো কাজল অজয়ের সংসারে? জুটির অনুরাগীদের জন্য জানাই, চিন্তা করার কোনো কারণ নেই। অভিনেতা তিন মাস মুম্বই থেকে দূরে থাকবেন ঠিকই, তবে সেটা কোনো ব্যক্তিগত কারণে নয়, পেশাগত কারণে। আসলে আগামীতে একগুচ্ছ ছবির কাজ রয়েছে অজয়ের হাতে। বহু প্রতীক্ষিত ‘দৃশ্যম ২’ ছবির শুটিং সারছেন তিনি।

হায়দ্রাবাদের রামোজি রাও স্টুডিওজে এই মুহূর্তে চলছে দৃশ্যম ২ এর শুটিং। এটাই শুটের অন্তিম পর্ব। এরপর ‘ ‘ভোলা’ ছবির শুটিং শুরু করবেন তিনি। সব মিলিয়ে তিন মাস সময় লাগবে অজয়ের। মাঝে মাঝে অবশ্য আসবেন এক দুদিনের জন্য। ততদিন ছেলেমেয়েদের সহ পরিবারের দায়িত্ব সামলাবেন কাজল।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পেয়েছিল দৃশ্যম। ক্রাইম থ্রিলার ঘরানার ছবিটি ব্যাপক হিট হয়েছিল বক্স অফিসে। মালয়ালম ছবির হিন্দি রিমেক দৃশ্যমের সিক্যুয়েল হল দৃশ্যম ২। প্রথম ছবির মতো এই ছবিতেও থাকছেন তব্বু, অক্ষয় খান্না, শ্রিয়া শরণ এবং ইশিতা দত্ত। চলতি বছরের নভেম্বর মাসে মুক্তি পেতে পারে ছবিটি। অন্য দিকে তামিল ছবি ‘কাইতি’র রিমেক হল ভোলা।

সম্পর্কিত খবর

X