বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) আফগানিস্তানের (Afghanistan Cricket Team) পারফরম্যান্স সকলের নজর কেড়েছিল। অসাধারণ ক্রিকেট খেলে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো হেভিওয়েট দলগুলিকে পরাস্ত করে তারা বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জনের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ওডিআই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস ইংল্যান্ড না খেললে হয়তো এবারই তাদের বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যেত।
তাদের এই অসাধারণ পারফরম্যান্সের পেছনে বেশ কিছুটা অবদান ছিল ভারতীয় দলের (Indian Cricket Team) এক প্রাক্তন তারকার। এই বিশ্বকাপে আফগানিস্তানের শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন ভারতীয় তারকা অজয় জাদেজা (Ajay Jadeja)। আফগানিস্তানের অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদী-র মুখে বেশ কয়েকবার তার প্রশংসা শোনা গিয়েছে।
ভারতের জার্সিতে ১৫ টি টেস্ট এবং ১৯৬ টি ওডিআই ম্যাচ খেলেছেন অজয় জাদেজা। ওর দিকে পাকিস্তান ক্রিকেট দল এই মুহূর্তে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমূল পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেটে। কিন্তু এখনো কোচের জায়গাটা খালি রয়েছে। আফগানিস্তানের হয়ে অজয় জাদেজার এই কীর্তি দেখে এবার অনেকেই আশঙ্কা করছেন তাহলে কি পাকিস্তান ক্রিকেট দল তাকে দায়িত্ব দেবে পরবর্তীতে বাবর আজমদের কোচিংয়ের জন্য।
আরও পড়ুন: ফাইনাল হারের পর আবার খারাপ সংবাদ ভারতের জন্য, বাংলাদেশ এগিয়ে গেল পয়েন্টস টেবিলে! চাপে রোহিতরা
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সামনে এই প্রশ্ন রাখা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো এই প্রশ্নের জন্য একেবারেই বিরক্ত হননি জাদেজা। বরং তিনি এমন একটি জবাব দিয়েছেন যা শুনলে আপনি আশ্চর্য হবেন।
আরও পড়ুন: মোদীর পাশাপাশি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রিত সচিন ও কোহলি! কবে হবে অনুষ্ঠান?
পাকিস্তানের কোচিং এর সুযোগ পেলে সেই ব্যাপারে আগ্রহী কিনা প্রশ্নের জবাবে অজয় জাদেজা বলেছেন “আমি তৈরি রয়েছি।” অর্থাৎ সুযোগ পেলে পাকিস্তানের কোচিং করাতে তার কোনও আপত্তি নেই। এরপর তিনি আরও যোগ করেছেন, “আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে শেখার ইচ্ছে ছিল এবং আমি আমার অভিজ্ঞতা ওদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আমার মনে হয় এই দিক দিয়ে পাকিস্তান ক্রিকেট দলও একইরকম।”