বাংলাহান্ট ডেস্ক : গতকাল থেকেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে গোটা বাংলার বদলে বৃষ্টি হয় কেবল কয়েকটি জেলাতেই। সারাদিন অবশ্য মেঘলাই ছিল কলকাতার আকাশ। তবে আজ বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গের বেশ কিছু এলাকাতেই। সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৯° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৬%
বাতাস : ৬.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯০%
আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছিল গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। কিন্তু বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বদলায় আবহাওয়া। তবে সোমবার বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন সকালের দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেল এবং রাতের দিকে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯° সেলসিয়াস এবং ১৮° সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। শুকনো থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আবহাওয়া। তবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে মঙ্গলবার থেকে উন্নতি হবে ওই দুই জেলার আবহাওয়াতেও। আগামী কয়েকদিন তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২১ তারিখ সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। যদিও শুকনোই থাকবে পুরুলিয়া,বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের আবহাওয়া। আগামী পাঁচদিন একই থাকবে রাত ও দিনের আবহাওয়া। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬° সেলসিয়াস।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮° সেলসিয়াস। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। উত্তরবঙ্গেও উন্নতি হবে আবহাওয়ার।