বিয়ার গ্রিলসের সঙ্গে অক্ষয় কুমার খেলেন হাতির মলের তৈরি চা! দেখুন সেই ভাইরাল ভিডিও

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ার গ্রিলসের (bear grylls) শো তে গিয়ে অভাবনীয় কাণ্ড করলেন অক্ষয় কুমার (akshay kumar)। হাতির মলের তৈরি চা খেলেন বলিউডের ‘খিলাড়ি’। এই ‘ডেয়ারডেভিল’ কাজের ভিডিও (video) নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয়। সেই সঙ্গে দেখিয়েছেন বিয়ার গ্রিলসের সঙ্গে তাঁর রোমহর্ষক অ্যাডভেঞ্চারের (adventure) কিছু ঝলক।

আগেই জানা গিয়েছিল জনপ্রিয় টেলিভিশন শো ‘ম‍্যান ভার্সেস ওয়াইল্ড’ এ আসতে চলেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বিয়ার গ্রিলসের স্ক্রিন শেয়ার করবেন তিনি। একসঙ্গে পাড়ি দেবেন অরণ‍্যের রোমহর্ষক অ্যাডভেঞ্চারে। টিজার ইতিমধ‍্যেই প্রকাশ পেয়েছে। এবার উত্তেজনার পারদ আরও চড়াতে নতুন কিছু দৃশ‍্যের ঝলক শেয়ার করলেন অক্ষয়।


সেই ভিডিওতেই দেখা গিয়েছে হাতির মল দিয়ে তৈরি চা অক্ষয়কে খেতে দিয়েছেন বিয়ার গ্রিলস। অভিনেতা অম্লান বদনে খেয়ে নিলেন তা। অপরদিকে অক্ষয়ের চোখে ফাঁকি দিয়ে নিজের ভাগের চা ফেলে দিলেন গ্রিলস। দড়ি বেঁধে কুমিরে ভরা নদী পার করা, দড়ি বেয়ে সেতুর উপরে ওঠা, এমন নানান রোমহর্ষক স্টান্টের ঝলক দেখা গিয়েছে ভিডিওতে।

‘ইন টু দ‍্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ের এই বিশেষ এপিসোডটি শুটিং হয়েছে বান্দিপুর টাইগার রিজার্ভে। জানুয়ারিতে এই বিশেষ এপিসোডটি শুট করেন অক্ষয়। আগামী ১১ সেপ্টেম্বর রাত আটটায় ডিসকভারি প্লাসে দেখা যাবে এই এপিসোড এবং ডিসকভারিতে দেখা যাবে ১৪ সেপ্টেম্বর রাত আটটায়।

https://www.instagram.com/p/CEir_CenM4h/?igshid=ui00vyc7zpom

https://www.instagram.com/p/CEI8E94HYya/?igshid=1k8f0ihkvqv6g

এই মুহূর্তে ‘বেল বটম’ ছবির শুটিংয়ের জন‍্য ব্রিটেনে রয়েছেন অক্ষয়। চলতি বছরেই বিয়ার গ্রিলসের শোয়ে হাজির হন তিনি। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল গ্রিলসের শোতে। তারপর সুপারস্টার রজনীকান্তও হাজির হন এই শোতে। এবার অক্ষয় অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতার অ্যাডভেঞ্চার দেখার জন‍্য।

সম্পর্কিত খবর

X