বাংলাহান্ট ডেস্ক: পরপর দুবার। এবারেও বক্স অফিসে ছাপ ফেলতে পারলেন না অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রত্যাশা আকাশে তুলেও দর্শকদের বাস্তবের মাটিতে আছাড় খেতে বেশি সময় লাগল না। ট্রেলারে অক্ষয়কে সম্রাট পৃথ্বীরাজের (Prithviraj) চরিত্রে দেখে তেমন পছন্দ হয়নি দর্শকদের। তবুও ছবিটি দেখার জন্য অনেকেই অপেক্ষা করে ছিলেন। প্রথম দিনেই বক্স অফিস কালেকশন সেই অপেক্ষায় জল ঢালল।
৩ রা জুন মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ। ট্রেড অ্যানালিস্টদের মতে, প্রথম দিনে সারা দেশের নিরিখে প্রায় ১১ কোটি মতো তুলতে পেরেছে এই ছবি। বলা বাহুল্য, অঙ্কটা একেবারেই চমকপ্রদ নয়। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া ২’ এর থেকে ভাল ফল করেছিল।
প্রথম দিনেই ১৪ কোটি তুলে ফেলেছিল কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানীর ছবি। তবে আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’র তুলনায় পৃথ্বীরাজের ওপেনিং ভাল। এটাই যা সান্ত্বনা অক্ষয় অনুরাগীদের জন্য। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, সপ্ণাহান্তে সম্ভবত আরেকটু ভাল ফল করতে পারে পৃথ্বীরাজ।
পাঁচটি বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত করা হয়েছে অক্ষয়ের ছবিকে। উত্তর প্রদেশের সিঙ্গল স্ক্রিনগুলিতে ভালোই চলছে পৃথ্বীরাজ। রাজস্থান এবং মধ্য ভারতেও দ্রুত ব্যবসা করছে ছবিটি। তবে মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতে একেবারে ধরাশায়ী অক্ষয়।
আসলে দক্ষিণে দু দুটি ছবির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে অক্ষয়ের পৃথ্বীরাজ। কমল হাসানের ‘বিক্রম’ এবং অদিভি শেষ এর ‘মেজর’ এর সঙ্গে টক্করে নেমেছে পৃথ্বীরাজ। এর মধ্যে তামিলনাড়ুতেই ১০০ কোটি ছুঁতে চলেছে বিক্রম। এমতাবস্থায় বলিউডের জন্য অক্ষয় খুব বেশি কিছু করতে পারবেন বলে মনে করছেন না ফিল্ম বিশেষজ্ঞরা।
মহম্মদ ঘুরীর বিরুদ্ধে নিজের সর্বশক্তি দিয়ে লড়েছিলেন ভারতের শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান। মহান বীরের জীবন কাহিনিই এই ছবিতে তুলে ধরা হয়েছে। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা গিয়েছে অক্ষয়কে। রানী সংযুক্তার চরিত্রে অভিনয় করেছেন মনুষী ছিল্লর।