যে কোনো সিনেমা, যে কোনো বিজ্ঞাপন, টাকার জন্য সব করতে রাজি: অক্ষয় কুমার

বাংলাহান্ট ডেস্ক: দেশের সবথেকে বেশি করদাতা হিসাবে আবার নাম তুললেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বছরে অন্তত তিন চারটি ছবির শুটিং করেন তিনি। ৫৪ বছর বয়সেও তাঁর উদ্যম এবং কর্মক্ষমতা দেখার মতো। একটি ছবির কাজ শেষ করে খুব একটা বিরতি নিতে দেখা যায়না তাঁকে। বরং আরেকটি নতুন ছবির কাজ শুরু করে দেন অক্ষয়।

অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। প্রায় সব ধরণের চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। এবার অক্ষয় বললেন, তাঁর কোনো কাজেই না নেই। সিনেমা হোক কী বিজ্ঞাপন বা কোনো অনুষ্ঠান, কোনো কিছুতেই না বলেন না তিনি। টাকার জন্য সব কাজ করতেই রাজি বলে জানান অক্ষয়।

Akshay 3
অভিনেতার কথায়, “সবাই আমাকে প্রশ্ন করে যে আমি বছরে এতগুলো ছবি কেন করি? আমি চিরদিন তিনটি জিনিস জেনে এবং মেনে এসেছি কাজ, রোজগার আর কর্ম। আমি কঠোর পরিশ্রম করি যাতে যতটা সম্ভব টাকা রোজগার করতে পারি। আমি কোনো কাজকেই না বলিউড না। যেমনি চরিত্র হোক না কেন, যে অনুষ্ঠানই হোক না কেন, যা কিছুর বিজ্ঞাপন হোক না কেন। কারণ কাজ করলেই টাকা আসে। আর সেটা দিয়ে আমি ভাল কর্ম করতে চাই।”

নিজের মন্তব্যের সপক্ষে অক্ষয় যুক্তি দেন, যত টাকা রোজগার করা যাবে তত বেশি সমাজকে ফিরিয়ে দেওয়া যাবে। এর মধ্যে তিনি খারাপ কিছু দেখেন না বলেই মত অক্ষয়ের। যদিও তাঁর এই মন্তব্যের পর ট্রোলও করছেন অনেকে। অক্ষয় নিজেই এক রকম স্বীকার করলেন যে পানমশলার বিজ্ঞাপন তিনি টাকার জন্যই করেছিলেন।

প্রসঙ্গত, অক্ষয়ের শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে সাফল‍্য পেতে ব‍্যর্থ হয়েছিল। ক্ষতির দায় অভিনেতার ঘাড়েই চাপিয়েছিলেন অনেকে। কিন্তু বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্যই করেননি অক্ষয়। তিনি বরং আগামী রক্ষাবন্ধন, রামসেতু, ক‍্যাপসুল গিল ছবিগুলির উপরে ফোকাস করছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর