‘মায়ের কথা খুব মনে পড়ছে’, দেবী মন্ত্র শুনতে শুনতে আবেগতাড়িত অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: দু মাস হয়ে গিয়েছে মাকে হারিয়েছেন অক্ষয় কুমার (akshay kumar)। কাজের ব‍্যস্ততায় জীবন আগের ছন্দে ফিরেছে ঠিকই, কিন্তু মায়ের স্মৃতি অটুট রয়ে গিয়েছে অভিনেতার মনে। অক্ষয়ের শিকড়ের সঙ্গে যুক্ত ছিলেন তাঁর মা। তাঁকে হারানোর শোক কি অত সহজে যায়? আজ মাকে মনে করেই তাই আবেগতাড়িত হয়ে পড়েছেন অক্ষয়।

সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেবী মন্ত্র শুনতে দেখা যাচ্ছে তাঁকে। কাঁচা পাকা চুল, দাড়িতে যেন বয়স অনেকটাই বেড়ে গিয়েছে অক্ষয়ের। ভিডিওতে নিজের চিন্তার জগতে মগ্ন হয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘এমনিই। আজ মায়ের কথা খুব মনে পড়ছে।’

akshaykumar 1585397324
কমেন্ট বক্সে মন খারাপ অক্ষয় অনুরাগীদেরও। একজন তাঁকে পরামর্শ দিয়েছেন কাজের থেকে কিছুদিনের বিরতি নিয়ে মেয়ে নিতারার সঙ্গে সময় কাটাতে। আরেকজন লিখেছেন, ‘খুব দুর্বল দেখাচ্ছে আপনাকে। নিজের শরীরের যত্ন নিন।’ আরেকজন আবার কটাক্ষ করে লিখেছেন, ‘এটাই এদের নাটক। মায়ের কথা মনে পড়ছে আর এদিকে ইনি রিল বানাচ্ছেন।’

গত ৮ সেপ্টেম্বর নিজের জন্মদিনের ঠিক আগে মাকে হারান অক্ষয়। শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না অভিনেতার মায়ের। মুম্বইয়ের হীরানন্দিনী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। অপরদিকে অভিনেতা ছিলেন লন্ডনে। রঞ্জিত তিওয়ারির সঙ্গে সিন্ডারেলা ছবির শুটিং করছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়েই শুটিং বাতিল করে দেশে ফিরে আসেন তিনি।

https://twitter.com/akshaykumar/status/1460869752071471105?t=7XEN5sx-9fNyYcqpimzeOQ&s=19

সোশ‍্যাল মিডিয়ায় নিজেই ভগ্নহৃদয়ে মায়ের মৃত‍্যুর খবর দিয়েছিলেন অভিনেতা। স্ত্রী টুইঙ্কল খান্না, মেয়ে নিতারা ও পরিবারের অন‍্যান‍্য সদস‍্যদের নিয়ে মায়ের শেষকৃত‍্য সারেন অক্ষয়। সেখানে উপস্থিত অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র বলেন, অভিনেতার মনের জোর খুব বেশি। জীবনে অনেক কঠিন সময়ের মধ‍্যে দিয়ে গিয়েছেন তিনি। কখনো কাঁদতে দেখা যায়নি তাঁকে।

কিন্তু মায়ের শেষকৃত‍্যে শিশুর মতো কাঁদছিলেন অক্ষয়। সামলানো যাচ্ছিল না তাঁকে। মায়ের খুব আদরের ছিলেন অক্ষয়। যতই ব‍্যস্ত থাকুন না কেন শুটিংয়ে, প্রতিদিন ফোন করে কথা বলতেন তিনি মায়ের সঙ্গে। ছোটখাট জিনিসও শেয়ার করতে হত তাঁকে মায়ের সঙ্গে। মাকে হারিয়ে অক্ষয়ের মনের মধ‍্যে যে কী চলছে তা বোঝা কঠিন নয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর