ঢেউ খেলানো চুলের তলায় মাথাজোড়া টাক! এতদিন ধরে মানুষকে বোকা বানিয়ে আসছেন অক্ষয়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সবথেকে ফিট তারকাদের মধ‍্যে একজন অক্ষয় কুমার (Akshay Kumar)। পঞ্চাশের মাঝামাঝি এসেও তাঁর দুর্দান্ত ফিটনেস ও উদ‍্যম ঈর্ষা জাগায় অন‍্যদের মনে। আর পাঁচজন তরুণ অভিনেতাকেও বলে বলে গোল দিতে পারেন অক্ষয়। তেমনি যেকোনো চরিত্রেই তাঁর অভিনয় মন জিতে নেয় দর্শকদের। তবে একটা খামতি রয়েই গিয়েছে তাঁর।

যতই হ‍্যান্ডসাম হন না কেন, মাথায় চুল একেবারেই নেই অক্ষয়ের। তবে যে ক‍্যামেরার সামনে দিব‍্যি নানান রকম হেয়ার স্টাইল করেন তিনি! সে সবই কি মিথ‍্যে? সূত্রের খবর, অক্ষয়ের মাথায় চুলের পরিমাণ নাকি খুবই কম। তাই বেশিরভাগ সময়ই ক‍্যামেরার সামনে আসলে পরচুলো পরে থাকেন তিনি। এছাড়া অন‍্যান‍্য বিকল্প উপায় তো রয়েছেই।


তবে তাঁর আসল রূপ দেখা গিয়েছিল ‘প‍্যাডমান’ ছবির সময়ে। ওই ছবির প্রচারে এক্কেবারে অন‍্য রকম লুকে ধরা দিয়েছিলেন অক্ষয়। অত‍্যন্ত ছোট ছোট চুল ছিল তাঁর মাথায়। তবে সেই লুকটাই খুব ভাল ভাবে ক‍্যারি করেছিলেন তিনি। অন‍্য কোনো অভিনেতা হলে হয়তো নিজের এমন রূপ প্রকাশ‍্যে আনতেই চাইতেন না।

কিন্তু অক্ষয়ের মাথায় চুল এত কম হওয়ার কারণ কী? চিকিৎসকরা জানাচ্ছেন, ‘খিলাড়ি কুমার’ এর হেয়ার ফলিকলস খুব দুর্বল। তাই সহজেই চুল উঠে যায়। উপরন্তু অতিরিক্ত শরীরচর্চার কারণে চুলের গোড়ায় ঘাম জমে। তাতেও চুল দুর্বল হয়। তেমনি হেয়ার জেল এর মতো রাসায়নিক দ্রব‍্য বেশি ব‍্যবহার করলেও তা চুলের পক্ষে ক্ষতিকারক।


সলমন খানেরও নাকি অক্ষয়ের মতো একই সমস‍্যা ছিল। তবে তিনি সময় থাকতেই হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিয়েছিলেন। কিন্তু অক্ষয় আর সেই ঝামেলায় যাননি। সময়ের অভাবে নাকি করে উঠতে পারেননি তিনি। উলটে ‘কেশরি’ ছবির সময়ে চরিত্রের স্বার্থে সর্বক্ষণ মাথায় পাগড়ি পরে থাকতে হত বলে নাকি চুলই উড়িয়ে দিয়ে ন‍্যাড়া হয়ে গিয়েছিলেন অক্ষয়!

X