চীন (china) থেকে শুরু করে ইউরোপ(Europe) এশিয়ার (Asia) সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সমগ্র বিশ্বে এখনও অবধি এই রোগের প্রকোপে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন প্রায় ২,৪৫,৬৪৮ এবং মৃতের সংখ্যা প্রায় ১০,০৪৮। চীনের থেকে ইউরোপ এখন বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এই রোগের ফলে। প্রায় কয়েক হাজার মানুষ এখানে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
Social distancing at Bevco outlets pic.twitter.com/tOVoEReKVc
— binu karunakaran (@litemeter) March 19, 2020
চীনের থেকে ইউরোপ এখন বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এই রোগের ফলে। WHO ইউরোপকে করোনা ভাইরাসের নতুন আঁতুড় ঘর বলে ঘোষণা করেছে। ইউরোপের পর UK তে এই রোগ মহামারির আকার ধারণ করেছে। ২ হাজারেরও বেশি মানুষ এখানে আক্রান্ত হয়েছেন।প্রায় কয়েক হাজার মানুষ এখানে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। WHO ইউরোপকে করোনা ভাইরাসের নতুন আঁতুড় ঘর বলে ঘোষণা করেছে।করোনার প্রোকোপ এর মধ্যে এতোটাই বেড়ে গেছে যার জেরে ভীড় কমেছে রাস্তা ঘাটের । তার মধ্যে বন্ধ করা হয়েছে স্কুল , কলেজ, শপিং মল। বাতিল হয়েছে খেলা, টূর্নামেন্ট , ফ্লাইট , টড়েন। আর এসবের মধ্যে কিছু মানুষের কান্ডজ্ঞান দেখে অবাক অনেকেই । আর এবার করোনার আতঙ্ক উপেক্ষা করে বিয়ে সেরে ফেললেন এক যুবক।আর এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে এমন একটা ভিডিও শেয়ার হয়েছে যার ফলে সবার সচেতনতা আরও বেড়ে গেছে । এই ভিডিওতে দেখা গেছে
একটি মদের দোকানের লোকেরা মদ কিনতে এসে , নিজেদের মধ্যে যথাযথ দুরত্ব বজায় রেখেই মদ কিনছেন। আর এই মুহুর্এতে দেশের যা পরিস্মথিতি তাতে এরকম একটি ছবি খুব সহজেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।ইতিমধ্যেই ভারতে ৫ জনের মৃত্যু হয়েছে এই রোগের ফলে। যার মধ্যে পঞ্জাবের এক ব্যক্তি রয়েছেন, যিনি কিছুদিন আগেই ইটালি থেকে ফিরেছেন। প্রথম প্রাণ হারান ১২ ই মার্চ ৭৬ বছর বয়সের এক ব্যক্তির হয়। তারপর দিল্লীতে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ হারান।