বাংলা হান্ট ডেস্ক : বলিউডের স্বনামধন্য পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) কথা কে না জানে না। টিনসেল নগরীর এই পরিচালকের নাম আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। কখনও মেয়ে পুজা ভাটের সঙ্গে লিপ লক তো কখনও আবার বিতর্কিত মন্তব্য__মহেশ ভাটের সঙ্গে কন্ট্রোভার্সি ওতপ্রোতভাবে জড়িত৷ এভাবেই আবারও একবার পুরনো এক কন্ট্রোভার্সিতে নাম জড়িয়েছে পরিচালকের।
এমনিতেও তারকাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। আর সেটা যদি বিতর্কিত কিছু হয় তাহলে তো আর কোনও কথাই নেই। এসবের মধ্যেই সামনে এল আলিয়া ভাট (Alia Bhatt) সম্পর্কিত এক তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন অভিনেত্রী। ঠিক কী ঘটেছিল আলিয়ার শৈশবে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট নিজের শৈশবের কথা বলতে গিয়ে মহেশের সম্পর্কে বেশকিছু নতুন তথ্য সামনে নিয়ে এলেন তিনি। অভিনেত্রীর কথায়, একটা সময় ছিল যখন একটার পর একটা ছবি ফ্লপ হয়েছিল। এবং সেই সময় টেনশনের মাথায় রীতিমত নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন বাবা মহেশ ভাট।
আরও পড়ুন : এবার গিনির সাথে জোরজবরদস্তি! রূপের স্বরূপ সামনে আসতেই হইচই সোশ্যাল মিডিয়ায়
আলিয়া বলেন, ‘সকলেই হয়ত এটাই ভাবেন যে আমি খুবই সচ্ছল পরিবারে বড় হয়েছি৷ কিন্তু এমন একটা সময় গেছে যখন বাবার হাতে কোনও টাকা পয়সা ছিল না৷ বক্সঅফিসেও একটার পর একটা ছবি ফ্লপ হয়েছিল৷ তখনই নেশায় আসক্ত হয়ে গিয়েছিল বাবা৷’ তবে সেই সময়টা মহেশ ভাট নিজেই কাটিয়েছেন বলে জানিয়েছেন আলিয়া। অভিনেত্রীর কথায়, ‘ এরপর থেকেই আমি আর আমার বোন ভাল জীবন পাই৷’
আরও পড়ুন : রাহুলের সঙ্গে মিটমাট হলেও ‘A’ ট্যাটু নিয়ে ঘুরছেন প্রিয়াঙ্কা, কারণ জানলে চমকে উঠবেন
নায়িকার কথায়, কেবল তিনি একা নন, তার মাকেও নাকি বেশ লড়াই করতে হয়েছে এই সময়টা। পাশাপাশি ভালোরকম স্ট্রাগল করেছে আলিয়ার দিদি পূজাও। ইন্ডাস্ট্রিতে আসার পর তাকে নিয়ে স্বজনপোষণের অভিযোগ-ও কম ওঠেনি। তবে নিজের যোগ্যতাতেই সেই সব অভিযোগকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন আলিয়া ভাট।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই