বাবার মতো জীবনসঙ্গী একেবারেই চান না, মহেশ ভাট সম্পর্কে বলেছিলেন আলিয়া

বাংলাহান্ট ডেস্ক: মহেশ ভাটের (mahesh bhatt) সঙ্গে যে রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) যে একটা আলাদা সম্পর্ক রয়েছে তা নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর। এর আগেও পরিচালক মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। পরিচালকের ৭০ তম জন্মদিনে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করে রিয়া লিখেছিলেন, “শুভ জন্মদিন আমার বুড়ো, মহেশ স্যার। এটাই আমরা। তুমি আমাকে ভালবাসা দিয়েছ, ভালবেসে জড়িয়ে ধরেছ, আমার চিরকালের মতো গুটিয়ে রাখা ডানা খুলে উড়তে শিখিয়েছ। আর কোনও শব্দ আসছে না। তোমায় ভালবাসি।”
এই পোস্ট নিয়ে প্রচুর বিতর্কের মুখে পড়তে হয় রিয়াকে। তিনি জানান, মহেশ ভাট তাঁর শিক্ষক, বাবার মতো। কিন্তু তাতেও সমালোচনা বন্ধ হয়নি। রিয়া ও মহেশের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন জলঘোলা করেছিল নেটিজেনরা। পাল্টা রিয়া আরও একটি পোস্ট শেয়ার করেন ইনস্টাতে। ‘যে নিজে যেমন, দুনিয়াটাকেও সে তেমনই দেখে’, এভাবেই ট্রোলের জবাব দিয়েছিলেন রিয়া।
মহেশ ভাটের চরিত্র নিয়ে বহুবার রঙ্গোলি চান্দেল থেকে পায়েল রোহাতগির মত তারকারা মুখ খুলেছেন। এরই মধ‍্যে ভাইরাল হয়েছে আলিয়া ভাটের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও যেখানে বাবা মহেশ ভাট সম্পর্কে কিছু চাঞ্চল‍্যকর তথ‍্য প্রকাশ করেন তিনি।

793611 aliabhatt maheshbhatt childhood
অনুপম খেরের একটি অনুষ্ঠানে আলিয়াকে জিজ্ঞাসা করা হয়, সব মেয়েদেরই ইচ্ছা থাকে বাবার মতো জীবনসঙ্গী পাওয়ার। আলিয়া কি চান? উত্তরে অভিনেত্রী বলেছিলেন, বাবার মতো জীবনসঙ্গী তিনি চান না। নিজের মতো কাউকেই চান। এরপরেই চুপ করে যেতে দেখা যায় তাঁকে।

এই ভিডিও ফের ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে তাহলে কি আলিয়াও জানেন তাঁর বাবার চরিত্র সম্পর্কে? রিয়ার সঙ্গে মহেশের সম্পর্ক নিয়ে যে জলঘোলা চলছে তা নিয়ে কোনও মন্তব‍্য করেননি আলিয়া। কেবল নিজের ইনস্টাগ্রামে কমেন্ট করা বন্ধ করে রেখেছেন।
সুশান্তের মৃত‍্যুর পরেই ফের জলঘোলা শুরু হয়েছে মহেশ ও রিয়ার সম্পর্ক নিয়ে। জানা গিয়েছে, মহেশ ভাট রিয়াকে আগেই বলেছিলেন সুশান্ত একদিন আত্মহত‍্যা করবে। তাই তাঁর সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। এরপরেই নেটিজেনদের একাংশ কাঠগড়ায় দাঁড় করিয়েছে মহেশ ভাটকে। তিনি আগে থেকে কিকরে অনুমান করলেন সুশান্ত আত্মহত‍্যা করবে, সেই প্রশ্নও উঠছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর