বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas) আগমনের পূর্বেই প্রস্তুত বাংলা (west bengal)। পশ্চিমবঙ্গের ১০ জেলায় নামানো হল ১৭ সাইক্লোন রিলিফ কলাম (Cyclone Relief Columns)। বন্ধ হল বিমান পরিষেবা, বন্ধ থাকছে ফ্লাইওভারও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, বাংলায় পরিস্থিতি যাই হোক না কেন, রাত জেগে কন্ট্রোল রুম থেকে রাজ্যের উপর নজরদারী করবেন।
পশ্চিমবঙ্গের দিক থেকে কিছুটা মুখ ফিরিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ কিমি বেগ নিয়ে ইয়াসের ল্যান্ডফল মূলত হতে চলেছে ওড়িশার পারাদ্বীপ এলাকায়। আমফানের মত পরিস্থিতি তৈরি না হলেও, কলকাতায় ঘণ্টায় ৭০-৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিঘায় প্রবল জলোচ্ছ্বাসের কারণে ইতিমধ্যেই বেশকিছু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে।
Traffic update:-
Due to bad weather Lock Gate flyover is closed to traffic.— Kolkata Traffic Police (@KPTrafficDept) May 26, 2021
কলকাতায় ইয়াসেরর প্রভাব খুব বেশি না পড়লেও, বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়াসের বিপর্যয়ের পূর্বেই শহরের ৯ টি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময়ে বড় দুর্ঘটনা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Traffic update:-
Due to bad weather following flyovers are closed to traffic
1. Garden Reach flyover
2. Taratala flyover
3. Park Street flyover
4. Ultadanga flyover
5. Chingrighata flyover
6. Gariahat flyover
7. AJC Bose flyover
8. Maa flyover— Kolkata Traffic Police (@KPTrafficDept) May 26, 2021
বন্ধ থাকছে- পার্কস্ট্রিট ফ্লাইওভার, উল্টোডাঙা ফ্লাইওভার, গার্ডেনরিচ ফ্লাইওভার, তারাতলা ফ্লাইওভার, চিংড়িঘাটা ফ্লাইওভার, মা ফ্লাইওভার , লকগেট ফ্লাইওভার, গড়িয়াহাট ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার।
অন্যদিকে ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দরও। সকাল ৮টা থেকে সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বিমান ওঠা নামা থেকে শুরু করে বন্ধ থাকবে বিমানবন্দরের সমস্ত কাজ। সঙ্গে বন্ধ রাখা হয়েছে দুর্গাপুর বিমানবন্দরও।
#CycloneYaas#IndianArmy #EasternCommand has deployed a total of seventeen integrated Cyclone Rescue and Relief Columns, comprising specialised personnel with associated equipment and inflatable boats. (1/3) pic.twitter.com/svs0WMiCMP
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 25, 2021
পাশাপাশি, পশ্চিমবঙ্গের ১০ জেলায় ১৭ সাইক্লোন রিলিফ কলাম নামানো হয়েছে। বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ইয়াস পরবর্তী পরিস্থিতি সামাল দিতে গাছ কাটার অত্যাধুনিক মেশিন, ল্যাডারসহ সেনা নামানো হয়েছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা