অতীতের সব রেকর্ড চুরমার, ৩০ কিলো ওজনের দৈত্যাকার গোল্ড ফিশ ধরা পড়ল এই দেশে

বাংলাহান্ট ডেস্ক : আমরা মাঝেমধ্যেই খবরে দৈত্যাকার মাছ ধরা পরার ঘটনা দেখতে পাই। মৎস্যজীবীরা মৎস্য সন্ধানে গিয়ে কখন কখন উদ্ধার করেন বিশাল আকারের ভোলা বা রুই মাছ। কিন্তু এবার সুদূর বিদেশে ধরা পড়ল এক বিশাল আকারের গোল্ড ফিশ!

হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাড়ির অ্যাকরিয়ামে আমরা যে লাল রঙের গোল্ড ফিস পুষি, সেই গোল্ড ফিসের প্রজাতিরই একটি বিশালাকার মাছ ধরা পড়েছে। প্রায় ৩০ কেজি ওজনের এই দৈত্যাকার গোল্ড ফিশটি ধরেছেন অ্যান্ডি হ্যাকেত। ৪২ বছর বয়সী অ্যান্ডি এই দৈত্যাকৃতির গোল্ড ফিশটি ধরেন ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চলের ব্লু ওয়াটার লেক থেকে।

জানা গিয়েছে, এই মাছটির ওজন ৬৭.৪ পাউন্ড বা ৩০ কিলো ৫৭২ গ্রাম। মাছটির বয়স কুড়ি বছরের আশেপাশে। লেদার কার্প ও কোই কার্পের মিশ্র প্রজাতির এই মাছটি স্থানীয় মহলে “ক্যারট” নামে পরিচিত। ছবিতে দেখা গিয়েছে দৈত্যাকৃতির এই মাছটির রং গাঢ় কমলা।

এর আগে অনেকেই এই মাছটিকে শিকার করার চেষ্টা করেছেন। কিন্তু প্রত্যেকেই অসফল হয়েছিলেন। অ্যান্ডি জানিয়েছেন, তিনি কখনও ভাবতেই পারেননি যে এই মাছটিকে তিনি ধরে ফেলবেন। কারণ এই মাছটি জলের উপরের দিকে খুব একটা আসত না। অ্যান্ডি ব্লু ওয়াটার লেকে ছিপ ফেলার পর অনুভব করেন যে তার ছিপে হ্যাঁচকা টান লাগছে। তখন তিনি অনুমান করেন যে হয়ত বড় আকারের কোন মাছ ছিপে আটকেছে।Gold fish france

এরপর প্রায় ২৫ মিনিটের চেষ্টায় অ্যান্ডি জলের তলা থেকে তুলে আনেন গোল্ড ফিশটিকে। সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমানে এটিই হয়ে উঠেছে পৃথিবীর সবথেকে বৃহত্তম ধরা পড়া গোল্ডফিশ। বিশালাকার এই গোল্ড ফিস শিকার করার জন্য এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অ্যান্ডি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর