বাংলা হান্ট ডেস্ক : গত মাসে টানা কয়েকদিন ধরে নাকানিচুবানি খাওয়ানোর পর এবার লাফিয়ে কমতে শুরু করেছে সোনার দাম (Gold Price)। আগস্ট মাসের একেবারে শেষ থেকেই একটু একটু করে দাম পড়তে শুরু করেছে সোনার। আর আজ সেপ্টেম্বরের ২তারিখ অর্থাৎ সোমবার। আর সপ্তাহের একেবারে শুরুতেই এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম (Gold Price)।
কলকাতায় আজ সোনার দাম (Gold Price) কত?
এমনিতে প্রত্যেকদিন বাজারে ওঠানামা করে সোনার দাম (Gold Price)। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম কমেছে বহু মূল্যবান এই ধাতুর। আর তার প্রভাব এসে পড়েছে ভারতেও। সামনেই রয়েছে উৎসবের মরসুম, তাই পূজো উপলক্ষে কিংবা কোন ব্যক্তিগত কারণে কেউ চাইলে এখনই কিনতে পারেন সোনা। তবে শুধু গয়না হিসেবেই নয়, ভবিষ্যতের কথা ভেবেও অনেকেই সঞ্চয় হিসেবে কিনে রাখেন সোনা। আর সামনেই আছে গণেশ পুজো।
তাই সিদ্ধিদাতা গণেশকে খাতির যত্ন করে এই সময় পেট পুরে খাওয়ানোর পাশাপাশি কেউ চাইলে কিন্তু উপহারে তাঁকে সোনার অলংকার দিয়েও সাজিয়ে তুলতে পারেন। তাই সব মিলিয়ে আজ কিন্তু কিন্তু সোনা কেনার একেবারে উপযুক্ত সময়। তাই মাসের শুরুতে পকেটে টাকা থাকতে থাকতেই ঘুরে আসুন সোনার দোকান থেকে। সোনার পাশাপাশিই আজ পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। তবে দোকানে যাওয়ার আগে দেখে নিন আজ কলকাতায় সোনা-রুপোর দাম কমে কত হল?
আরও পড়ুন : RG Kar কাণ্ডে, কাঞ্চন মল্লিকের নিশানায় সরকারি কর্মচারীরা, সারাসরি ‘খোঁচা’ দিলেন বেতন নিয়ে
আজ কলকাতায় সোনার দাম শুনলেই মন খুশি হয়ে যাবে সোনা প্রেমীদের। জানা যাচ্ছে আজ অর্থাৎ ২ সেপ্টেম্বর মাসের শুরুতেই কলকাতায় অনেকটাই সস্তা হয়েছে হলুদ ধাতু। আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার দাম কমে গিয়ে হয়েছে ৬৬ হাজার ৯৪০ টাকা। একইসাথে আজ ১০০ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬৯ হাজার ৪০০ টাকা। যা ফলে গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমল সোনার।
একইসাথে কলকাতায় আজ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম কমে গিয়ে হয়েছে ৭৩ হাজার ৩০ টাকা। তাই এক্ষেত্রে মোট ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় আজও সোনার দাম কমেছে ১০০ টাকা।
একইসাথে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোর-ও। জানা যাচ্ছে আজ অর্থাৎ সোমবার ২ সেপ্টেম্বর ১ কেজি ওজনের রুপো বিক্রি হচ্ছে ৮৬ হাজার ৯০০ টাকায়।