শ্রাবণের চেয়েও ঢের বেশি জনপ্রিয় এবং সুন্দরী ওমকারের স্ত্রী! রইল তার পরিচয় এবং ছবি

   

বাংলা হান্ট ডেস্ক : শুরু থেকেই হাত খুলে ব্যাটিং করছে স্টার জলসার ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। আনকোরা গল্প, আনকোরা জুটি সবকিছুই আপন করে নিয়েছে দর্শকমহল। বহুবছর পর আবার এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করেছেন ওম সাহানি (Om Sahani)। ছোটপর্দায় তার গুণমুগ্ধের সংখ্যাও নেহাত কম নয়। এহেন তারকার স্ত্রীর ব্যাপারে কিছু জানেন কি?

প্রসঙ্গত উল্লেখ্য, ওম সাহানি তার কেরিয়ার শুরু করেছিলেন ছোটপর্দার হাত ধরেই। মাঝে কিছুদিন বড়পর্দায় কাজ করার পর তিনি আবারও ফিরে এসেছেন বাংলা ডেলি সোপের জগতে। নতুন এই ধারাবাহিকে ওমের সাথে জুটি বেঁধেছেন মৌমিতা সরকার‌। তবে জানেন কি, বাস্তব জীবনে ওমের স্ত্রী একজন পোড় খাওয়া অভিনেত্রী। আর তার নাম হল মিমি দত্ত (Mimi Dutta)।

যারা নিয়মিত বাংলা সিরিয়াল দেখে থাকেন তারা হয়ত মিমিকে ভালোভাবেই চেনেন। এর আগে জয়ী, ভুতু, করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। স্টার জলসার ‘মেয়েবেলা’ সিরিয়ালের গুঞ্জা চরিত্রটিকে মনে আছে তো? তিনিই হচ্ছেন ওমের স্ত্রী মিমি। এই চরিত্রের সৌজন্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : আরও ‘নির্মম সত্য’ তুলে ধরবেন বিবেক! ‘কাশ্মীর ফাইলস ২’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ওম এবং মিমির ব্যক্তিগত জীবনের কথা বললে, সাল ২০১১ তে তাদের পরিচয় হয়। সেইসময় ‘আলোর বাসা’ নামক একটি সিরিয়ালে অভিনয় করছিলেন তারা। প্রথম প্রথম কো-স্টার হিসেবে পরিচয় বাড়ালেও পরবর্তী সময়ে একটা মিষ্টি বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এরপর ২০১৭ সালে আবার একবার সামনাসামনি আসেন দুজন। সেইবার তাদের সম্পর্ক আর বন্ধুত্বে থেমে থাকেনি।

আরও পড়ুন : ‘পারছিনা, অসহায় লাগছে’, সন্তানকে হারিয়ে শোকে কাতর মোনালি ঠাকুর

mimi dutta and om sahani 1264x720

এরপর টানা তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২০ সালে প্রথমে রেজিস্ট্রি বিয়ে করেন এবং এরপর আনুষ্ঠানিক বিয়ে সেরে ফেলেন। আর এখন তো রীতিমতো চুটিয়ে সংসার করছেন ওম-মিমি। কিছুদিন আগেই স্ত্রীর জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করেছিলেন ওম‌। এইদিন মিমির উদ্দেশ্যে ওম লিখেছিলেন, “প্রিয় স্ত্রী, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। তোমার কী এটা মনে আছে। এই ছবিটি আমাদের জীবনের চড়াই-উতরাইয়ের সময় তোমার দেওয়া ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি সব সময় আশা করি তোমার মুখে যেন হাসি লেগে থাকে। তুমি যেন সুস্বাস্থ্যের অধিকারী হও। তোমার সামনে যেন দারুণ একটা জীবন দাঁড়িয়ে থাকে। তুমি তোমার মত থেকো। তুমি আমার হয়ে থেকো। আমি তোমাকে খুব ভালোবাসি।”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর