কালীপুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার বাঁকুড়া! BJP কর্মীর ওপর হামলা, অভিযোগের আঙ্গুল TMC-র দিকে

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন আর তার পূর্বে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বনাম ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) কর্মীদের মধ্যে বিরোধ অব্যাহত। দুর্নীতি ইস্যু থেকে শুরু করে অন্যান্য একাধিক বিষয়ে শাসক বনাম বিরোধী দ্বন্দ্বে উত্তাল বাংলা আর সেই ধারা বজায় রেখে এবার এক বিজেপি কর্মীর উপর হামলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিসহ অন্যান্য একাধিক বিষয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়ে চলেছে বিজেপি। অপরদিকে হাল ছাড়তে নারাজ শাসক দলও। এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানা সংলগ্ন হাটকৃষ্ণনগর এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর করে তার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে তৃণমূল শিবিরের বিরুদ্ধে।

বাঁকুড়ার হাটকৃষ্ণনগর এলাকায় জগন্নাথ দাস নামে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির।

উল্লেখ্য, কালীপুজোর বিসর্জনের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মী জগন্নাথ দাসকে মারধর করার অভিযোগ ওঠে। পরবর্তীতে তৎক্ষণাৎ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। এই ঘটনায় বিজেপি কর্মীদের দ্বারা রাস্তা অবরোধ করা হলে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। তাদের চেষ্টার দ্বারা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি অনুপ ঘোষ বলেন, “পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে আমাদের দলকে দমিয়ে রাখার জন্য ওরা আক্রমণ করা শুরু করেছে। কোন রকম সংগঠন নেই। সেই কারণে আমাদের দমিয়ে রাখতে প্রচেষ্টা করছে ওদের দুষ্কৃতীরা।”

tmc bjp flag

যদিও বিরোধীদের এসকল অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, “বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনরকম যোগসূত্র নেই। পুলিশি তদন্তের মাধ্যমে দোষী উপযুক্ত শাস্তি পাবে।” প্রসঙ্গত, এলাকায় এহেন ঘটনা এই প্রথম নয়। কয়েকদিন পূর্বেও বোমাবাজির ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ে সর্বত্র আর এবার বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা সেই বিতর্ক আরও বহুগুণে বাড়িয়ে দিল বলেই মত বিশেষজ্ঞদের।

Sayan Das

সম্পর্কিত খবর