তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে প্রতিবেশীর বাচ্চাকে খুনের অভিযোগ! চাঞ্চল্য কুলতুলিতে

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক অভিযোগে জর্জরিত শাসক দলের প্রতিনিধিগণ। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আবাস দুর্নীতি! কোনোটাতেই ছাড় নেই তাঁদের। তবে এবার শিশু খুনের মত ভয়ঙ্কর অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যা (TMC Panchayat Member) ও তার স্বামীর বিরুদ্ধে। প্রতিবেশীর বাচ্ছাকে খুনের অভিযোগে নাম জড়াল শাসক দলের পঞ্চায়েত সদস্যার। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য বারুইপুরের (Baruipur) কুলতুলিতে।

ঠিক কী জানা যাচ্ছে? অভিযোগ চলতি বছর ৫ই জানুয়ারী এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। এরপর মৃত শিশুর পরিবারের লোকজন থানায় পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান। তবে তাঁদের বক্তব্য পুলিশ তরফে সেই সময় অভিযোগ নেওয়া হয়নি। কূলকিনারা না পেয়ে অবশেষে পুলিস সুপারের দারস্থ হয় মৃতের পরিবার।

সূত্রের খবর, গত ৫ই জানুয়ারি ৬ বছরের এক শিশুর দেহ উদ্ধার হয় কুলতুলি থানা এলাকার বাবুরচক পঞ্চায়েত সদস্যা জয়ন্তী মন্ডলের বাড়ির সেফটিক ট্র‍্যাঙ্ক থেকে। মৃত শিশুর নাম রাজেশ মন্ডল। মৃতের পরিবারের অভিযোগ, পঞ্চায়েত সদস্যা জয়ন্তী মন্ডলের ও তার স্বামী সাগর মন্ডলের সঙ্গে তাঁদের পূর্বের পুরনো কিছু জমিজমা সংক্রান্ত বিবাদ রয়েছে। সেই বিবাদের জেরেই এই নৃশংস অপরাধ হয়েছে বলে অভিযোগ।

tmc flg

এবিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনার পর কেউ দায়ী নয় বলেই পূর্বে থানায় লিখিতভাবে জানায় পরিবার। অন্যদিকে, পুলিশ সুপারের দ্বারস্থ হওয়াতে অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। পাশাপাশি ভয়াবহ এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় বিজেপি ও সিপিএম বাহিনী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর