দক্ষিণেশ্বরে অফিস ফেরত মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

Published on:

Published on:

Allegations of Molestation at Dakshineswar Metro Station

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনেই এক মহিলার শ্লীলতাহানির (Molestation) অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। ২১ অক্টোবর সন্ধে সাড়ে ৭টা নাগাদ অফিস থেকে ফেরার পথে এমন ঘটনার শিকার হন ওই মহিলা। অভিযোগ, এক ব্যক্তি আচমকাই তাঁর উপর হামলা চালায় এবং শ্লীলতাহানি করে।

প্রতিবাদ করতেই মারধর, নীরব দর্শক পথচারীরা (Molestation)

নির্যাতিতা অভিযোগ জানিয়ে বলেন, “ফেরার পথে ১ ব্যক্তি আমার ওপর হামলা চালায়। প্রতিবাদ করতে গেলে আমাকে বেধড়ক মারধর করে। সেখানে অনেকেই দাঁড়িয়ে ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি।” স্থানীয়দের একাংশের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা হয়, এমনকি নির্যাতিতাকে থানায় অভিযোগ না করার পরামর্শও দেওয়া হয়।

স্থানীয়দের একাংশের দাবি, ঘটনায় (Molestation) অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী। তাই প্রথমে কেউ মুখ খোলার সাহস পাননি। তবে নির্যাতিতা মহিলা দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণেশ্বর থানার সূত্র।

এই ঘটনাকে (Molestation) কেন্দ্র করে দক্ষিণেশ্বর ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। মেট্রো স্টেশন চত্বরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। সন্ধ্যার পরও যদি এমনভাবে আক্রমণ হয়, তাহলে যাত্রীদের সুরক্ষা কে দেবে? সেই প্রশ্নই ঘুরছে স্থানীয়দের মুখে মুখে।

Allegations of Molestation at Dakshineswar Metro Station

আরও পড়ুনঃ গঙ্গার ধারে ছড়ানো ভোটার তালিকা, SIR আবহে নতুন চাঞ্চল্য চুঁচুড়ায়

দক্ষিণেশ্বর থানার আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার (Molestation) বিস্তারিত তদন্ত চলছে। অভিযুক্তকে জেরা করে জানা হচ্ছে, ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষকেও স্টেশন চত্বরে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।