পৈশাচিক! রাতের অন্ধকারে সন্দেশখালিতে অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি! CBI-র দ্বারস্থ পরিবার

বাংলা হান্ট ডেস্কঃ ফের সন্দেশখালির (Sandeshkhali) বুকে নারী নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে গ্রামের এক অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। রাতের অন্ধকারে বাড়ির ভেতর ঢুকে তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে দাবি করেছে মেয়েটির পরিবার। এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল (Trinamool Congress) নেতৃত্বের।

সূত্রের খবর, ইতিমধ্যেই সিবিআইয়ের (CBI) কাছে অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার। ইমেলের মাধ্যমে কেন্দ্রীয় এজেন্সির কাছে অভিযোগ জানানো হয়েছে বলে খবর। সেই সঙ্গেই নির্যাতিতাকে নিয়ে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি (BJP) নেত্রী অর্চনা মজুমদার। তিনি বলেন, ‘সিবিআইয়ের পাশাপাশি এই ঘটনার কথা শিশু সুরক্ষা, তফসিলি জাতি উপজাতি কমিশনকেও জানানো হবে’।

জানা যাচ্ছে, নির্যাতিতা মেয়েটি অষ্টম শ্রেণিতে পড়ে। তাঁর পরিবার জানাচ্ছে, রাতের অন্ধকারে অভিযুক্ত ঘরে ঢুকে মেয়েটির শ্লীলতাহানি করে। নাবালিকা মেয়েটির দিদা বলেন, ‘ঘরে ঘুমোচ্ছিল। ছেলেটা ঘরের পিছন থেক ঢুকে আমার নাতনির শ্লীলতাহানি করে। আমার নাতনি ওকে খিমচে ছাড়িয়ে দেয়। এরপর চিৎকার করে বলে, আমায় বাঁচাও দিদা। আমায় মেরে ফেলে দিল। ছেলেটা ততক্ষণে পালিয়ে গিয়েছে’।

আরও পড়ুনঃ ২৩ তারিখ ‘বোমা’ ফাটানোর হুঁশিয়ারি শুভেন্দুর, দেব আগেভাগেই যা বললেন … তোলপাড়!

এক প্রতিবেশী আবার বলেন, ‘আমাদের অনুমান এটা তৃণমূল নেতার ছেলে করছে। তৃণমূলের মিটিংয়ে ডাকা হলেও আমরা যাইনি। সেই রাগ থেকেই এই কাজ করা হয়েছে বলে মনে হচ্ছে। আমরা এখন বিজেপি সমর্থক’।

অন্যদিকে যে ছেলেটির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে, তাঁর বাবা বলেন, এই ঘটনা সম্বন্ধে কিছু জানেন না তিনি। এদিন ৯টার সময় এসে তাঁকে বলা হয়। রাতের বেলা ঘটনা ঘটে থাকলেও কোনও চিৎকার বা কোনও আওয়াজ শুনতে পাননি বলে দাবি করেন তিনি। সেই কারণে তিনি জানেন না বলে দাবি করেন ছেলেটির বাবা।

Sandeshkhali minor girl molestation allegation

অভিযুক্তের বাবার দাবি, রাতের বেলা তাঁর ছেলে ঘরেই ছিল। সেই সঙ্গেই তিনি বলেন, রাতের বেলা যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তখনই আসতে পারতো। তাঁর অভিযোগ, বিজেপির তরফ থেকে তাঁর ছেলেকে দলে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে তাঁর ছেলে যায়নি। সেই কারণে এভাবে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর