‘আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি’, উপচার্যের মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন অমর্ত্য সেন

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) নোবেল-জয় নিয়ে চলছে বিস্তর মত পার্থক্য। সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) জমি বিতর্কে মন্তব্য করতে গিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) বলেন, ‘অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন, উনি নোবেল প্রাইজ পাননি। উনি নিজে দাবি করেন নোবেল প্রাইজ পেয়েছেন বলে।’ এরপরেই শুরু হয় জোর বিতর্ক। এরপর এতে সামিল হয়ে বিজেপির দিলীপ ঘোষও দাবি করেন, অমর্ত্য সেন নোবেল পাননি। সমতুল কিছু একটা পেয়েছিলেন।

পরপর নোবেলজয়ীর ‘নোবেল জয়’ নিয়েই চলছে তুমুল বিতর্ক। বিশ্বভারতীর উপাচার্যের এই মন্তব্যের পাল্টা সরব হয়েছিলেন বিশিষ্টজনেরা। তবে মুখ খোলেননি অমর্ত্য সেন। তবে এদিন বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যের প্রেক্ষিতে কড়া জবাব ভাষায় জবাব দিলেন নোবেলজয়ী। এদিন অর্থনীতিবিদ বলেন, ‘আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি।’ প্রসঙ্গত, কিছুদিন আগে উপাচার্যর মন্তব্যের প্রতিক্রিয়া চাইলে খানিক হেসে নোবেলজয়ী বলেছিলেন, ‘এই নিয়ে আমার কিছু বলার নেই।’

এদিন এই নিয়ে মুখ খুললেন তিঁনি এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের করা প্রশ্নের উত্তরে তিঁনি বলেন, ‘উপাচার্য তো অনেক কথাই বলে থাকেন। আমাদের উপাচার্য যেরকম কথা বলে থাকেন, তাতে আমি নোবেল পেয়েছি বলে দাবি করি… এমন মিথ্যা বার বার বলতে থাকেন। এমন হলে বলতে হবে তিঁনি নিজের প্রতি খুব সুবিচার করছেন না।’

amartya sen

উল্লেখ্য, অর্থনীতিবিদের নোবেলজয় নিয়ে মন্তব্যের পর তার ব্যাখ্যা দিয়ে বিশ্বভারতীর উপাচার্য বলেন ,‘অর্থনীতিতে যাঁরা নোবেল পান, তাঁরা আদতে নোবেল মেমোরিয়াল পুরস্কার পান।’ উপচার্যের এই মন্তব্য নিয়েই রাজ্যজুড়ে চলছিল জোর বিতর্ক। এতদিন এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে থাকলেও এদিন এই নিয়ে মুখ খোলেন নোবেলজয়ী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর