অ্যামাজন মালিকের মোবাইল হ্যাক! চুরি হয়েছে বহু ব্যক্তিগত তথ্য!

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের ধনী ব্যক্তির শীর্ষে থাকা মানুষের মোবাইল হ্যাক! এমন কথা বিশ্বাস করতেই তো কয়েক মুহুর্ত সময় লেগে যায়! কিন্তু হ্যাঁ, বিশ্বাস না হলেও এ তথ্য একেবারেই সত্যি। তিনি বহুজাতিক বিপণী সংস্থা অ্যামাজনের সিইও জেফ বেজোস! যাঁর সম্পত্তির পরিমাণ ১০,৯৬০ কোটি ডলার। কোটিপতির মোবাইল হ্যাক করার সাহস দেখালেন খোদ সৌদি যুবরাজ বিন সলমন! এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এল ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইজের তদন্তে।

images 1 11

প্রসঙ্গত, ২০০৮ সালে অ্যামাজন কর্তার সঙ্গে মোবাইলে মেসেজ আদান-প্রদান হয় সৌদি যুবরাজের। সলমনের  ব্যক্তিগত মোবাইল থেকে পাঠানো হয় একটি ভিডিয়ো বার্তা। অভিযোগ ওঠে, সেই ভিডিয়োর মধ্যে লুকিয়ে ছিল হ্যাক করার প্রযুক্তি।  তারপরই  বেজ়োসের মোবাইলের বেশ কিছু তথ্য চুরি হয়। এই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে তদন্ত চলছিল। সন্দেহ করা হয়েছে, বেজ়োসের বান্ধবীর সঙ্গে ব্যক্তিগত মেসেজের তথ্য চুরি হয়েছে। অ্যামাজন সংস্থার কোনও গুরুত্বপূর্ণ নথি হ্যাক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। গত বছরই স্ত্রী ম্যাকেনজির সঙ্গে বিচ্ছেদ হয় জেফ বেজ়োসের। এরপরই মার্কিন টেলিভিশন উপস্থাপিকা লরেন সানচেজের সঙ্গে সম্পর্কে জড়ান বেজোস ।

news 20200121222027 1

তবে হ্যাকিং-এর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে সৌদি আরবের প্রশাসন। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন। নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে সলমনের প্রশাসন। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে তদন্তকারী সংস্থা।

 

সম্পর্কিত খবর