“যেকোনও দেশই সন্ত্রাসবাদের নিন্দা করবে, কিন্তু…’, ভারত-পাকিস্তান সম্পর্কে এবার বিরাট প্রতিক্রিয়া আমেরিকার

   

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে বহু বছর ধরেই উত্তেজনার আবহ বিরাজ করছে। যার পরিপ্রেক্ষিতে এই দুই দেশের মধ্যে সমস্ত রকমের সম্পর্ক বন্ধ রয়েছে। পাশাপাশি, ভারত এই বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে যে, পাকিস্তান যতক্ষণ পর্যন্ত না সন্ত্রাস নিয়ন্ত্রণ করবে ততক্ষণ তার সঙ্গে কোনো আলোচনা হবে না।

ঠিক এই আবহেই এবার ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আমেরিকার তরফে ফের একবার বড় প্রতিক্রিয়া সামনে এসেছে। মূলত, আমেরিকাও এবার সন্ত্রাসবাদ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত করেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

America has a big reaction about India-Pakistan this time.

কি জানিয়েছে আমেরিকা: মূলত, ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে, মার্কিন বিদেশ দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, “আমরা আশা করি বিশ্বের যেকোনও দেশ যেকোনও জায়গায় সন্ত্রাসবাদের নিন্দা করবে। কিন্ত শেষ পর্যন্ত এটি ভারত ও পাকিস্তানের নিজেদের বিষয়।”

আরও পড়ুন: অবাক কাণ্ড! চিনে নিজে থেকেই লঞ্চ হয়ে গেল আস্ত রকেট! তারপরে যা ঘটল….ভাইরাল ভিডিও

বেদান্ত প্যাটেল আরও জানিয়েছেন, “আমরা সেই সমস্ত দেশকে অবশ্যই স্বাগত জানাই যারা তাদের প্রতিবেশীদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চায়।”

আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে নয়, টিম ইন্ডিয়ার সাথে কবে যুক্ত হচ্ছেন নতুন কোচ? রাখঢাক না রেখে জানালেন জয় শাহ

ভারত-আমেরিকা সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে: এদিকে, বেদান্ত প্যাটেলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের কি এমন কোনও দেশের সাথে সম্পর্ক রয়েছে যার সাথে আমেরিকার সুসম্পর্ক নেই? এই বিষয়ে প্যাটেল বলেছেন যে, “ভারত এমন একটি দেশ, যার সাথে আমরা একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের সম্পর্ক গভীরতর করছি। আমাদের অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমরা এটিকে আরও এগিয়ে নিয়ে যাবো।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর