Ekchokho.com 🇮🇳

৪৮ ঘন্টার মধ্যেই হবে বড় ঘোষণা! অপেক্ষার অবসান ঘটিয়ে সম্পন্ন হওয়ার পথে ভারত-আমেরিকার “ট্রেড ডিল”

Published on:

Published on:

America-India trade deal recent update.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত ও আমেরিকার (America-India) মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্যিক চুক্তি তথা ট্রেড ডিল স্বাক্ষরিত হতে চলেছে। শুধু তাই নয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই এই সংক্রান্ত বড় ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য যে, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জানিয়ে রাখি যে, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফ সংক্রান্ত নিষেধাজ্ঞার সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে। তার আগেই দুই দেশের মধ্যে এই ট্রেড ডিল স্বাক্ষরিত হতে চলেছে। তবে, সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত এগ্রিকালচারাল সেক্টরে তার শর্তে অনড় রয়েছে।

ভারত-আমেরিকার (America-India) ট্রেড ডিল প্রসঙ্গে হতে চলেছে বড় ঘোষণা:

ভারত-আমেরিকার আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে: গত কয়েকদিন ধরে, ভারত ও আমেরিকা (America-India) দুই দেশের মধ্যে ট্রেড ডিল সংক্রান্ত বিভিন্ন আপডেট সামনে আসছে। এদিকে, সূত্র জানিয়েছে যে, এবার এই চুক্তির বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং শীঘ্রই একটি ঘোষণা করা হতে পারে। তবে, ভারত কৃষি ও ডেয়ারি সেক্টরকে আমেরিকার জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত না করার বিষয়ে তার অবস্থানে অনড় রয়েছে। এর পাশাপাশি টেক্সটাইল থেকে শুরু করে, জেমস অ্যান্ড জুয়েলারি, চামড়াজাত পণ্য, প্লাস্টিক এবং রাসায়নিকের মতো শ্রম কেন্দ্রিক শিল্পগুলিতে ভারত আরও বেশি প্রবেশাধিকারের দাবিও করছে।

America-India trade deal recent update.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আমেরিকা চায় ভারত (America-India) তার কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার আমেরিকার জন্য উন্মুক্ত করুক। যাতে ওই সেক্টরের সাথে সম্পর্কিত আমেরিকান পণ্যগুলি ভারতের মতো একটি বড় বাজার পেতে পারে। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আমেরিকার এই দাবির জন্য মোটেও প্রস্তুত নয় এবং সর্বশেষ আপডেট অনুসারে ভারত তাদের অবস্থানে অটল রয়েছে। আরও একটি উল্লেখ্য বিষয় হল, ভারত কিছু আমেরিকান কৃষি পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এমতাবস্থায়, আমেরিকা এটি বাতিল করার দাবি করছে।

আরও পড়ুন: স্পট ফিক্সিংয়ের জন্য গিয়েছিলেন জেলে! সেই ক্রিকেটারই হলেন মুম্বাইয়ের কোচ, উঠছে প্রশ্ন

কী জানিয়েছেন অর্থমন্ত্রী: চলতি সপ্তাহের শুরুতে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারত-মার্কিন (America-India) ট্রেড ডিল সম্পর্কে একটি বড় বিবৃতির মাধ্যমে সামগ্রিক বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান যে, ভারত আমেরিকার সাথে একটি বড় এবং ভালো চুক্তি করতে চায়। তবে এর জন্য শর্তও প্রযোজ্য হবে। বিশেষ করে অর্থমন্ত্রী কৃষি-দুগ্ধ খাতের ওপর গভীর বিবেচনার ওপর জোর দেন। আমেরিকার সাথে ট্রেড ডিল সম্পর্কে ভারত সরকারের এটিই প্রথম বিবৃতি।

আরও পড়ুন: বিদেশেও বজায় দাপট! ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী, প্রথম ভারতীয় হিসেবে….

ট্রাম্প বলেছিলেন, “আমরা ভারতের জন্য দরজা খুলে দিচ্ছি…”: এদিকে, ট্রেড ডিল সম্পর্কে নির্মলা সীতারামনের এই বক্তব্যের আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। তিনি বলেন যে, আগামী ৮ জুলাইয়ের মধ্যে ভারত-মার্কিন (America-India) ট্রেড ডিল সম্পর্কে চিত্র সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। তিনি বলেন, “ভারতের সাথে শীঘ্রই একটি বড় বাণিজ্য চুক্তি করা যেতে পারে এবং আমরা ভারতের জন্য দরজা খুলে দিতে চলেছি।” এর পরেই, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে, ভারত-আমেরিকা সম্পর্ক ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি আরও ইঙ্গিত দেন যে, এই দুই দেশের মধ্যে একটি ট্রেড ডিল প্রায় সম্পন্ন হচ্ছে এবং রাষ্ট্রপতি ট্রাম্প শীঘ্রই এটি ঘোষণা করতে পারেন।