বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ২০২৪ সালের ৯ মার্চ দেশবাসীর জন্য সেলা টানেল উৎসর্গ করেছিলেন। এই টানেলটি অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এদিকে এই টানেলটিতে পরিষেবা শুরুর সাথে সাথেই যেকোনও মরশুমে তাওয়াংয়ে যাতায়াত খুব সহজ হয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বৃষ্টি বা শীতে তাওয়াং যাওয়া খুব কঠিন হয়ে পড়ত। এমনকি, সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে, অরুণাচলের উন্নয়ন চিনের কাছে খুব একটা খুশির নয়।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে হতাশ হয়ে অরুণাচল প্রদেশ নিয়ে সেই পুরনো সুরই বাজাতে শুরু করেছে চিন। তবে, এবার আমেরিকাও বেইজিংকে কড়া উত্তর দিয়েছে। বাইডেন সরকার বলেছে যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অংশ এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) চিনের যেকোনও একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা করবে ওয়াশিংটন।
এমতাবস্থায়, অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকা। এছাড়াও, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) চিন দ্বারা যেকোনও ধরণের দখল বা অন্যান্য কার্যকলাপের তীব্র বিরোধিতা করা হয়েছে। জানিয়ে রাখি যে, আমেরিকার এই অবস্থান এমন সময়ে সামনে এসেছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফরের পরে, চিনা সেনাবাহিনী এটিকে তাদের দেশের অংশ হিসেবে ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী মোদীর অরুণাচল সফরে হতাশ হয়ে চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝাং জিয়াওগাং অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন যে চিন কখনোই অরুণাচলকে ভারতের অংশ হিসেবে মেনে নেয়নি।
আরও পড়ুন: ১০ হাজারের বিনিয়োগ পোঁছেছে ২ লাখে! বিনিয়োগকারীদের কপাল ফেরাল আম্বানির এই স্টক
মাঠে নেমেছে আমেরিকা: জো বাইডেনের সরকার চিনের এই মনোভাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, “আমেরিকা অরুণাচলকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয়। আমরা LAC-তে যে কোনোও ধরণের একতরফা দাবি বা দখলের তীব্র বিরোধিতা করি।” উল্লেখ্য যে ভারত ক্রমাগত চিনের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। পাশাপাশি, গত কয়েক বছরে ভারত উত্তর-পূর্বে উন্নয়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। যোগাযোগ বাড়াতে রাস্তাঘাট ও অন্যান্য মাধ্যম ক্রমাগত উন্নত করা হচ্ছে। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী মোদী গত ৯ মার্চ তাওয়াং থেকে অল ওয়েদার রোডের সাথে সংযোগকারী সেলা টানেলটি দেশকে উৎসর্গ করেছিলেন। আর এতেই গায়ে জ্বালা ধরেছে চিনের।
আরও পড়ুন: চুপিচুপি ভারত ছাড়ার পরিকল্পনা? আচমকাই বন্ধ হল জনপ্রিয় সেগমেন্ট, OnePlus-কে নিয়ে শুরু জল্পনা
“অরুণাচল ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে”: বিদেশ মন্ত্রক এর আগে চিনের অবস্থানের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল যে, তারা অরুণাচল প্রদেশের ভূখণ্ডে “অযৌক্তিক দাবির অগ্রগতি” সম্পর্কে চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের মন্তব্যকে নোট করেছে এবং এটাও জানিয়েছে, ওই রাজ্যটি ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সবসময় থাকবে।” পাশাপাশি, বিষয়টির পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের জারি করা এক বিবৃতিতে, মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে বলা হয়েছে, “আমরা ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের ভূখণ্ডে অযৌক্তিক দাবি তুলে ধরে চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের মন্তব্যের বিষয়টি নোট করেছি। এই বিষয়টি ভিত্তিহীন যুক্তির পুনরাবৃত্তি। এই ধরণের দাবির কোনো বৈধতা নেই। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। সেখানকার জনগণ আমাদের উন্নয়ন কর্মসূচি এবং পরিকাঠামোগত প্রকল্প থেকে উপকৃত হবে।”