বাংলাহান্ট ডেস্কঃ দুঃসময়ে ভারতের (india) পাশে দাঁড়াতে বদ্ধপরিকর আমেরিকা (america)- এমনটাই ঘোষণা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (kamala harris)। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই হাহাকার পড়ে গিয়েছিল। হাসপাতালের বেড সংকট থেকে শুরু করে অক্সিজেন সংকট- এই সময় ভারতের পাশে দাঁড়িয়েছে বহু প্রতিবেশি দেশ থেকে বন্ধু দেশও। সেই তালিকায় ছিল আমেরিকাও।
সংকটের সময় ভারতকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করার ঘোষণা করেছিল বাইডেন-হ্যারিস প্রশাসন। সেইসঙ্গে ৬টি বিমান বিমানে ভর্তি করে পাঠানো হয়েছিল করোনা মোকাবিলা সামগ্রী। পাশাপাশি আমেরিকা স্থিত ভারতীয় নাগরিক ও বংশোদ্ভূতরাও নানাভাবে আর্থিক সাহায্য করেছে।
ভারতের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে বন্ধু দেশ আমেরিকা। সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের পাশে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। একাধারে মার্কিন মুলুকে হোয়াইট হাউসে বড় দায়িত্ব সামলানোর পাশাপাশি কমলা হ্যারিস আবার ভারতীয় বংশোদ্ভূতও। সেইকারণে ভারতের এই সংকটের দিনে আর সকল ভারতবাসীর মত তিনিও সমব্যাথী।
ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে কমলা হ্যারিস বলেন, ‘আপনারা অনেকেই জানেন আমার মা ভারতে জন্মগ্রহণ করে সেখানেই বেড়ে উঠেছেন। আজও আমাদের পরিবারের অনেক সদস্যরা ভারতে থাকেন। ভারতে করোনা সংক্রমণ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা সত্যই হৃদয় বিদারক। ভারতের এই সংকটের পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানোটা আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ’।
তিনি আরও বলেন, গত ২৬ শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনের মধ্যে ফোন মারফত কথা হয়েছে। ভারতকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। করোনার প্রথম পর্বে ওষুধ পাঠিয়ে আমেরিকাকে সর্বোতভাবে সাহায্য করেছিল ভারত। বর্তমানে ভারতের সাহায্যের প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর আমেরিকা’।