বাবাকে সবাই ভুল বুঝেছে, কিশোর কুমারের চারটে বিয়ে নিয়ে মুখ খুললেন ছেলে অমিত কুমার

বাংলাহান্ট ডেস্ক: কিশোর কুমার (Kishore Kumar), নামটাই যথেষ্ট। গান হোক কী অভিনয়, তাঁর প্রতিভার প্রকাশ ঘটেছে সব ক্ষেত্রেই। এখনো পর্যন্ত কিশোর কুমার একটা নস্টালজিয়া ভারতবাসীর কাছে। কিংবদন্তি গায়কের ছেলে অমিত কুমারও (Amit Kumar) সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পেয়েছেন। সম্প্রতি বাবার ব‍্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ‍্য ফাঁস করেছেন তিনি।

সে সময়ে কিশোর কুমারের ব‍্যক্তিগত বিশেষ করে তাঁর বৈবাহিক জীবন নিয়ে বেশ চর্চা হত। চার বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতার সন্তান হলেন অমিত কুমার। সাত বছর দাম্পত‍্য জীবন কাটানোর পর বিচ্ছেদ হয়ে যায় দুজনের।

69634310
তারপর মধুবালাকে বিয়ে করেন কিশোর কুমার‌। নয় বছর পর ভেঙে যায় সেই সংসার। তাঁর তৃতীয় স্ত্রী যোগিতা বালি। মাত্র দু বছর টিকেছিল সে বিয়ে। তারপর লীনা চন্দ্রভারকরকে বিয়ে করেন সঙ্গীতশিল্পী। তাঁর এই চার চারটি বিয়ে নিয়ে নানা মুনি নানা মত রাখেন। সম্প্রতি বিষয়টা নিয়ে মুখ খুলেছেন অমিত কুমার।

এক সাক্ষাৎকারে তিনি জানান, বাবার কাছে এ ব‍্যাপারে কখনো কৈফিয়ত চাননি তিনি। কারণ ওটা তাঁর ব‍্যক্তিগত ব‍্যাপার ছিল। অমিত কুমার বলেন, “বাবা সবসময় একটা পরিবার চাইতেন। পারিবারিক মানুষ ছিলেন। কিন্তু ওঁকে ভুল বোঝা হয়েছে। যেদিন আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়, সেদিন উনি নিজের মরিস মাইনর গাড়িটা বাংলোতেই পুঁতে দিয়েছিলেন, যেটা প্রথম ছবি ‘আন্দোলন’ ছবির পর মায়ের সঙ্গে উনি কিনেছিলেন। এই ছিল কিশোর কুমার।”

leena 2
১৯৫১ এ ক‍্যালকাটা ইয়ুথ কয়‍্যারের প্রতিষ্ঠাতা রুমা গুহ ঠাকুরতার সঙ্গে বিয়ে হয় কিশোর কুমারের। বিয়ে ভেঙে যায় ১৯৫৮ সালে। শোনা যায়, অভিনেত্রী রুমাকে কিশোর কুমার বলেছিলেন, কেরিয়ার ছেড়ে সংসার করতে। তা মানাতেই নাকি বিচ্ছেদ। কিশোর কুমারের মতো দ্বিতীয় বার বিয়ে করেছিলেন রুমাও।

পরের দুটো বিয়েও ভেঙে গিয়েছিল কিংবদন্তি শিল্পীর। শুধুমাত্র চতুর্থ স্ত্রী লীনা চন্দ্রভারকর কিশোর কুমারের শেষ সময় পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন। নিজের অভিনয়ও ছেড়ে দিয়েছিলেন তিনি বিয়ের পরে। সৎ মা সম্পর্কে অমিত কুমার বলেন, “উনি একজন অসাধারণ লেখিকা। নতুন করে আবার অভিনয়ে ফেরার কোনো দরকার নেই তাঁর।”


Niranjana Nag

সম্পর্কিত খবর