ভারোত্তোলন, কুস্তির পর বক্সিংয়ে দাপট দেখাচ্ছে ভারত, স্বর্ণপদক জয় নিতু ঘাংহাস ও অমিত পাঙ্গালের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল, ৮ই আগস্ট, সোমবার কমনওয়েলথ গেমস ২০২২-এর ১১তম এবং শেষ দিন। নবম দিনে ভারতের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। বেশ কয়েকটি সোনা সহ ভারতীয় ক্রীড়াবিদরা গতকাল ১৪টি পদক ঘরে তুলেছিল। দশম দিনেও পদকের কমতি ঘটলো না। এতদিন ভারোত্তোলন এবং কুস্তিতে দাপট দেখাচ্ছিল ভারত। আজ মহিলাদের হকিতে ব্রোঞ্জ জয়ের পর বক্সিংয়ে পদক জিততে শুরু করলো ভারত।

নিতু ঘাংহাস, মেরি কমের পরে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে ভারতকে স্বর্ণপদক এনে দিলেন। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেমি-জেড রেজটানকে হারিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয়দের সব রকম খেলা মিলিয়ে ১৪তম এবং নিজের প্রথম কমনওয়েলথ স্বর্ণপদক জিতলেন। এটি চলতি প্রতিযোগিতায় ভারতের প্রথম বক্সিং সোনা প্রাপ্তি ছিল।

প্রতিযোগিতা মেরি কমের জুতোতে পা গলিয়েছিলেন নিতু। মেরি ইভেন্টের আগে অনুষ্ঠিত ট্রায়ালের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। নিতু যদিও কখনও চাপ নেননি। সাফল্য পাওয়ার পর আত্মবিশ্বাসী নিতু বলেন, “এটা সবে শুরু, আমার অনেক পথ এগোনো বাকি আছে। আমি শুধু আমার কোচদের নির্দেশ অনুযায়ী কাজ করি, সেই থেকেই সাফল্য এসেছে। তিনি তার দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পর্কে যথেষ্ট বাস্তববাদী। এরপর এশিয়ান গেমস ও অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়াই লক্ষ্য হরিয়ানার ধানানা গ্রামের এই বক্সারের।

নিতুর পর জ্বলে পুরুষদের ৪৮-৫১ কেজি বিভাগের বক্সার অমিত পাঙ্গল। ইংল্যান্ডের মাটিতেই ব্রিটিশ প্রতিপক্ষ কাইরান ম্যাকডোনাল্ডকে ৫-০ ফলে ফাইনালে পরাজিত করে তিনি দিনের এবং বক্সিংয়ের দ্বিতীয় স্বর্ণপদক জয় করেছেন। নিতুর মতো অমিতও কেরিয়ারে প্রথমবার কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। শেষবার তিনি ২০১৮ গোল্ড কোস্টে কমনওয়েলথে দেশকে রৌপ্য পদক এনে দিয়েছিলেন। এরপর ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসেও সোনা জিতেছেন তিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর