আসানসোলে বিরাট চমক বিজেপির! এই হেভিওয়েট নেতাকে দাঁড় করালো পদ্ম-শিবির, চাপে শত্রুঘ্ন?

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪০টি আসনের প্রার্থীর নাম আগেই ঘোষণা করেছিল বিজেপি (BJP)। বাকি ছিল আসানসোল (Asansol BJP Candidate) এবং ডায়মন্ড হারবার। বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভা থেকে সেই অপেক্ষার অবসান ঘটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) আসানসোল কেন্দ্র থেকে কে লড়বেন তা জানিয়ে দিলেন তিনি।

প্রার্থী তালিকা প্রকাশের প্রথম দফাতেই আসানসোলে কে দাঁড়াবেন তা ঘোষণা করেছিল বিজেপি। জনপ্রিয় ভোজপুরী গায়ক/অভিনেতা পবন সিংকে টিকিট দিয়েছিল পদ্ম-শিবির। তবে নাম ঘোষণার পরের দিনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন পবন। এরপর থেকেই সেই আসনে কে দাঁড়াবেন তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছিল। অবশেষে এদিন আসানসোলের (Asansol) প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার (Surinder Singh Ahluwalia) নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

একটা সময় জল্পনা শোনা যাচ্ছিল, স্থানীয় নেতা জিতেন্দ্র তিওয়ারিকে হয়তো আসানসোল থেকে দাঁড় করাবে বিজেপি। তবে সেই সকল জল্পনায় ইতি টেনে আজ এস এস আলুওয়ালিয়ার নাম ঘোষণা করলেন অমিত শাহ (Amit Shah)। তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে ভোট ময়দানে দেখা যাবে এই পোড় খাওয়া নেতাকে।

আরও পড়ুনঃ ‘বাঁচানোর কেউ থাকবে না, কী পরিণতি হয়…’! ভোটের আগে কিসের ভয় অভিষেকের গলায়?

আসানসোলের ভূমিপুত্র সুরিন্দর ২০১৪ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট জয়ী হয়েছিলেন। উনিশের ভোটে তাঁকে সেই কেন্দ্র থেকে দাঁড় করায়নি পদ্ম-শিবির। শোনা গিয়েছিল, সুরিন্দর সেবার আসানসোল থেকে দাঁড়াতে চেয়েছিলেন। তবে সাংসদ বাবুল সুপ্রিয়কে (তখন বিজেপিতে ছিলেন) সরাতে চায়নি গেরুয়া শিবির। শেষ অবধি সুরিন্দরকে বর্ধমান দুর্গাপুর আসন থেকে দাঁড় করানো হয়।

asansol bjp candidate surinder singh ahluwalia

চব্বিশের লোকসভা নির্বাচনেও আসানসোল কেন্দ্রে বিজেপি প্রথমে পবন সিংকে দাঁড় করিয়েছিল। তবে তিনি সরে দাঁড়ানোয় দলের দীর্ঘদিনের নেতা সুরিন্দরকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের শাসক দল। একাধারে তিনি যেমন আসানসোলের ভূমিপুত্র, তেমনই রাজনীতির দুনিয়ায় যথেষ্ট অভিজ্ঞ। প্রবীণ এই রাজনীতিবিদের হাত ধরে আসানসোলে পদ্ম ফোটে কিনা সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর