বাংলাহান্ট ডেস্ক : জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা পুনর্বহাল না করার বিষয়ে কড়া অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। এ প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা ফেরানোর পক্ষে বিধানসভায় প্রস্তাব পেশ করেন সেখানকার সরকার। এই প্রসঙ্গ তুলে কংগ্রেসকে সরাসরি আক্রমণ শানালেন অমিত শাহ। কোনোমতেই কাশ্মীরে ৩৭০ ধারা ফিরবে না, স্পষ্ট করে দিলেন তিনি।
কাশ্মীর (Jammu and Kashmir) ইস্যুতে জবাব কেন্দ্রের
মহারাষ্ট্রে ভোটপ্রচারের ফাঁকে এক জনসভা থেকে জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খোলেন অমিত শাহ। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও ৩৭০ ধারা পুনর্বহাল করতে পারবেন না’। পাশাপাশি উপত্যকায় নাশকতা নিয়ে কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডের কটাক্ষের উত্তরে তিনি পরামর্শ দেন, নাতিদের সঙ্গে নিয়ে কাশ্মীর (Jammu and Kashmir) ঘুরে আসতে। খারাপ কোনো কিছুই ঘটবে না।
৩৭০ ধারা নিয়ে কড়া অবস্থান: অমিত শাহ এদিন বলেন, কেন্দ্রে কংগ্রেস সরকার অর্থাৎ সোনিয়া মনমোহনের দশ বছরের শাসনের সময়ে পাকিস্তান থেকে অবাধে জঙ্গিরা ঢুকত দেশে। বিষ্ফোরণ হত। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। পরিস্থিতির বদল হয়েছে। উপত্যকায় ৩৭০ ধারা নিয়েও আগের মতোই কড়া অবস্থান বজায় রেখেছেন অমিত শাহ।
আরো পড়ুন : ডিভোর্সি নারীর পর এবার পুরুষ, এই অভিনেতাকে দেখেই মনে ‘লালসা’! বিচ্ছেদের পরেই ‘বদলে’ গেলেন অর্জুন!
কী প্রতিক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রীর: কিছুদিন আগেও এ বিষয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে। কংগ্রেসকে খোঁচা মেরে তিনি বলেছিলেন, রাহুল গান্ধীর চতুর্থ প্রজন্ম আসলেও জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা হবে না পুনর্বহাল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উঠে এসেছে একই কথা।
আরো পড়ুন : ছবি-গান দুটোই ব্লকবাস্টার, শারদীয়ার পর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কাঁপাল ‘বহুরূপী’র ডাকাতিয়া বাঁশি
প্রসঙ্গত, ১৯৪৯ সালে জম্মু ও কাশ্মীরের উপর ৩৭০ ধারা আরোপ করা হয়েছিল, যা ২০১৮ এ রদ করে দেয় মোদী সরকার। পাল্টা চ্যালেঞ্জের জানিয়ে একাধিক মামলা হয়েছিল সে সময়। কিন্তু ৩৭০ ধারা নিয়ে বরাবর কড়া থেকেছে সরকার।