বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্কের জন্য ‘লাল গালিচা’ বিছি য়ে রেখেছে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পটনা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন তিনি। তিনি বলেন, “গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না কারণ সেখানে বিজেপি সরকার আছে। কিন্তু পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়।”
‘দিদি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবেন’, অভিযোগ অমিত শাহের (Amit Shah)
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান-বিরোধী মনোভাবের অভিযোগও তোলেন শাহ (Amit Shah)। তিনি বলেন, “ওঁ (মমতা) মনে করেন তিনি সংবিধানের ঊর্ধ্বে। আমরা সংবিধানের চার কোণার মধ্যেই থাকি।” সম্প্রতি মুখ্যমন্ত্রী ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা SIR প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে শাহ (Amit Shah) বলেন, “এই ধরনের কথা বলে তিনি প্রমাণ করছেন যে নিজের ইচ্ছাকেই আইনের ঊর্ধ্বে রাখেন।”
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকেও ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। বাংলার ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “কেন গুজরাট, রাজস্থান থেকে অনুপ্রবেশ হয় না? কারণ সেখানে বিজেপি সরকার আছে। যদি বাংলার মানুষ দিদির সরকার ফেলে বিজেপিকে নিয়ে আসেন, আমরা অনুপ্রবেশ বন্ধ করে দেখাব।”
অনুপ্রবেশ রোধে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় শাহ (Amit Shah) বলেন, “যারা বাংলাদেশের, কাশ্মীর বা পঞ্জাবের সীমান্ত দেখেছেন, তাঁরা জানেন এগুলো সরল পথ নয়। সেখানে নদী, ঘন জঙ্গল, পাহাড়ি অঞ্চল, অনেক জায়গায় কাঁটাতার লাগানোই সম্ভব নয়। বর্ষায় গঙ্গার জলে নজরদারি বোটও ভেসে যায়। দিল্লিতে বসে মন্তব্য করা সহজ, কিন্তু বাস্তব অনেক কঠিন।”
আরও পড়ুনঃ BLO নিয়োগে ‘বেনিয়মের গন্ধ’, জেলা শাসকদের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) অভিযোগ জানিয়ে বলেন, “পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রশাসনের নিচুতলা থেকেই অনুপ্রবেশকারীদের সহযোগিতা করা হয়। কোনও গ্রামে নতুন ২৫ জন এলেও পাটওয়াড়ি বা পুলিশ স্টেশন খবর পায়। কিন্তু এই রাজ্যগুলিতে ওদের বলা আছে লাল কার্পেটে স্বাগত জানাও, কারণ ওরা ভোটব্যাঙ্ক!”