মেয়ে শ্বেতাকে বঞ্চিত করলেন অমিতাভ, অভিষেকই যোগ‍্য উত্তরাধিকারী, ফের ঘোষনা বিগ বি-র

বাংলাহান্ট ডেস্ক: নিজে ইন্ডাস্ট্রির শাহেনশা। বংশ পরম্পরা সন্তানরাই এগিয়ে নিয়ে যাবে, আর পাঁচজনের মতো ইচ্ছা ছিল অমিতাভ বচ্চনেরও (Amitabh Bachchan)। মেয়ে শ্বেতা বচ্চন নন্দা (Shweta Bachchan Nanda) বলিউডে আসেননি, হতাশ করেছেন বাবাকে। কিন্তু তাঁর মুখ উজ্জ্বল করেছেন ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বাবার জুতোয় পা গলিয়ে যোগ‍্য হয়ে উঠেছে ছেলে।

নিজের এবং অভিষেকের দুটি ছবি পাশাপাশি শেয়ার করেছেন অমিতাভ। প্রথম ছবিটি বেশ পুরনো। গাড়ির খোলা ছাদের বাইরে অর্ধেক শরীর গলিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিগ বি। গাড়ির চারপাশে জনসমুদ্র। দ্বিতীয় ছবিটিও একই রকমের। অনুরাগুদের ভিড় ঠেলে গাড়িতে উঠছেন জুনিয়র বচ্চন। এক হাত তুলে নাড়াচ্ছেন ভক্তদের উদ্দেশে।

amitabh 1
ছবিদুটি শেয়ার করে বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতার পঙক্তি উদ্ধৃত করে অমিতাভ লিখেছেন, ‘আমার ছেলে, আমার ছেলে হলেই আমার উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকারী হবে সেই আমার ছেলে হবে।’ সঙ্গে প্রবীণ অভিনেতা আরো লিখেছেন, ‘তুমি অভিষেক, সত‍্যিকারের উত্তরাধিকারী। আমার গর্ব, আমার পরম আনন্দ।’

এর আগে ‘দশভি’ ছবির ট্রেলার দেখেই অমিতাভ ঘোষনা করেছিলেন, অভিষেকই তাঁর উত্তরাধিকারী। হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার দুই লাইন তুলে অমিতাভ হিন্দিতে লিখেছিলেন, ‘আমার ছেলে, ছেলে বলেই আমার উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকারী হবে সেই আমার ছেলে হবে।’

https://www.instagram.com/p/CfwuTf5N2WQ/?igshid=YmMyMTA2M2Y=

তারপর ফের একটি ছবি শেয়ার করেছিলেন অমিতাভ। এক নির্মীয়মান বহুতলের সামনে বিরাট হোর্ডিংয়ে লাগানো ‘দশভি’র পোস্টার শেয়ার করে অভিষেক অভিনীত চরিত্রের একটি সংলাপ লিখেছিলেন তিনি।

অমিতাভ লিখেছিলেন, ‘অমর আকবর অ্যান্থনির সংলাপ এখানে লেগে গেল।’ তারপর নিজের বাবার কবিতা আরো একবার উল্লেখ করে বিগ বি লিখেছিলেন, ‘অভিষেক, আমার উত্তরাধিকারী, আমার গর্ব, তোমার জন‍্য গর্বিত।’

https://www.instagram.com/tv/CfwGygQhICQ/?igshid=YmMyMTA2M2Y=

তবে এবারে শুধু ছেলে না, বৌমারও প্রশংসা করেছেন অমিতাভ। অনেক বছর পর আবার বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। মণি রত্নমের ছবি ‘পন্নিয়িন সেলভান ১’ ছবির হাত ধরে কামব‍্যাক করছেন তিনি। ছবির টিজার শেয়ার করে গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি।

Niranjana Nag

সম্পর্কিত খবর