বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) বর্ষীয়ান অভিনেতাদের তালিকায় প্রথম দিকেই থাকবে অমিতাভ বচ্চনের (amitabh bachchan) নাম। দীর্ঘদিন হয়ে গিয়েছে তিনি প্রবেশ করেছেন অভিনয় জগতে। আট থেকে আশি তাঁর ভক্ত তালিকায় রয়েছে সকলেই। তবে সেই প্রথম থেকেই একটি প্রথা এখনও মেনে আসছেন অমিতাভ। এতদিন পর্যন্ত তার নড়চড় হয়নি। আর তা হল প্রতি রবিবার তাঁর বাড়ির সামনে অনুরাগীদের সঙ্গে দেখা করা। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য তা বন্ধ রয়েছে। তাই বিষয়টা অনলাইনে নিয়ে এসেছেন অভিনেতা।
এখন সোশ্যাল মিডিয়াতেই অনুরাগীদের সঙ্গে সংযোগ বজায় রেখে চলেছেন অমিতাভ। ইনস্টাতে তাঁর পোস্টে সব কমেন্টেরই যথাসাধ্য উত্তর দিচ্ছেন তিনি। এরই মধ্যে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেন, কোনওদিন প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা তাঁর হয়েছে কিনা? অমিতাভও বেশ মজার উত্তর দিয়েছেন ওই ব্যক্তিকে।
অমিতাভ উত্তরে লেখেন, “আরে ইয়ার সকাল সকাল ভাল ভাল কথা বলো”। প্রসঙ্গত, আগে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অমিতাভ। ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে এলাহাবাদ থেকে লড়েছিলেন তিনি এবং বিপুল ভোটে জয়ীও হন। কিন্তু তিন বছর পর রাজনীতি থেকে একেবারেই দূরে সরে যান বিগ বি।
https://www.instagram.com/p/B_Hnpa_hFdr/?igshid=1k5m2lw1wadu8
সম্প্রতি ১২ বছর পূর্ণ হয়েছে অমিতাভের ব্লগের। ২০০৮ সালের ১৭ এপ্রিল লেখা শুরু করেন তিনি। এই প্রসঙ্গে কিছু আবেগপ্রবণ কথা লেখেন অমিতাভ। সেই সঙ্গে শোলে ছবির শুটিংয়ের সময়ের একটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে অমিতাভ ছাড়াও দেখা গিয়েছে হরিবংশ রাই বচ্চন, তেজি বচ্চন ও জয়া বচ্চনকে।
https://www.instagram.com/p/B_FB5eVhctd/?igshid=1uqs96w7drxxa
প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কিছু ছবি হাতে রয়েছে অমিতাভের। তার মধ্যে রয়েছে ব্রহ্মাস্ত্র, গুলাবো, সিতাবো, ঝুন্ডের মতো ছবি। লকডাউন উঠলে ছবিগুলির অসমাপ্ত কাজ আবার শুরু হবে।