JIO-র ধামাকা প্ল্যান, মাত্র ২ টাকা বেশি দিয়ে পান ‘ডবল ডেটা”

বাংলা হান্ট ডেস্কঃ টেলিকমের দুনিয়ায় রিলায়েন্স জিও (Reliance jio) প্রবেশের পর থেকে রীতিমত বদলে গিয়েছে ফোনের ব্যবহার। এখন প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। ৪জি ইন্টারনেট কানেকশন ব্যাবহার এবং কম খরচে বেশি সুবিধা একদিক থেকে বলতে গেলে জিওর ট্যাগ লাইন। ৯৮ টাকা থেকে শুরু করে বাজেট মাফিক একাধিক প্ল্যান রয়েছে জিওর। বেশ কিছু প্ল্যান রয়েছে যা খতিয়ে দেখে ব্যবহার করলে অনেক সুবিধা পেতে পারেন আপনি। এরকমই দুটি প্ল্যানের তুলনা করবো আমরা, যাতে আপনি বেছে নিতে পারেন কোনটি আপনার পক্ষে বেশি সুবিধাজনক।

প্রথম জিওর যে রিচার্জ প্ল্যানটি আমরা আলোচনা করব তা ব্যবহার করতে হলে আপনাকে ৫৯৭ টাকা রিচার্জ করতে হবে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি সুবিধা দিচ্ছে এই প্ল্যানঃ

★ যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা।

★প্রতিদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে পাঠাতে পারবেন আপনি।

★এই প্ল্যানের মেয়াদ ৯০ দিন।

★জিওর বিভিন্ন অ্যাপ যেমন মাইজিও, জিও নিউজ, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও টিভিতে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন আপনি।

★সর্বমোট ফ্রিতে ব্যবহার করতে পারবেন ৭৫ জিবি ডেটা। যদিও একটি সুবিধা হল এক্ষেত্রে দৈনিক ব্যবহারের কোনো মাপদণ্ড নেই।

অন্য যে প্ল্যানটির কথা আমরা বলব, তার জন্য আপনাকে অতিরিক্ত দিতে হবে মাত্র দুটাকা। অর্থাৎ এই রিচার্জ প্ল্যানটির মূল্য ৫৯৯ টাকা। আসুন দেখে নেওয়া যাক এ ক্ষেত্রে কি কি সুবিধা পাচ্ছেন আপনিঃ

★ এক্ষেত্রে প্ল্যানটির বৈধতার মেয়াদ আগের প্ল্যানের তুলনায় কিছুটা কম। এক্ষেত্রে আপনি পাবেন ৮৪ দিনের সময়সীমা।

★যারা ইন্টারনেট বেশি ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি খুবই সুবিধাজনক। আপনি প্রত্যহ দু জিবি ডেটা পাবেন। যার জেরে সময়সীমা অনুসারে ডেটার পরিমাণ দাঁড়াচ্ছে ১৬৮ জিবি।

★এছাড়া বিনামূল্যে কল, প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস, এবং জিও অ্যাপসের সাবস্ক্রিপশন তো রয়েছেই।

এবার আপনার চাহিদা অনুযায়ী আপনাকে ঠিক করে নিতে হবে কোন প্ল্যান ব্যবহার করবেন আপনি।

 

Abhirup Das

সম্পর্কিত খবর