বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা সোমবার বলেন, দেশ সাম্প্রতিক বছরে অবকাঠামোর উন্নতি করেছে। আর এই কারণে কেন্দ্র আর রাজ্য সরকার গুলোকে একসাথে কাজ করার জন্য শুভেচ্ছা জানাই। উনি বলেন, সঙ্কটের সময়ে দেশ এক হয়ে দাঁড়িয়েছিল। এর আগে উনি প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর টিকা তৈরি করা কোম্পানি গুলোর কাজ পরিদর্শন করা নিয়ে একটি ট্যুইট করেছিলেন। ওই ট্যুইটে তিনি যে প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যদিও এরপর তিনি নিজের ট্যুইট নিয়ে সাফাইও দেন।
India has increased its infrastructure & I congratulate Central & state governments for it as they worked together for it. The country stood in the face of this crisis: Anand Sharma, former Commerce minister & Congress leader https://t.co/OhMnd2Xyxu
— ANI (@ANI) December 21, 2020
এবছরের প্রথম ত্রৈমাসিক খুব খারাপ ছিল, কারণ জিডিপিতে বিরূপ প্রভাব পড়েছিল। যদিও, আমরা দ্বিতীয় ত্রইমাসিকে ফিরে আসি আর আশা করছি যে, আগামী দুটি ত্রৈমাসিকে পুনরুদ্ধারের ভারসাম্যটি বজায় থাকবে। কংগ্রেস নেতা বলেন, ‘দেশ সাম্প্রতিক বছরে অবকাঠামোর উন্নতি করেছে। আর এই কারণে কেন্দ্র আর রাজ্য সরকার গুলোকে একসাথে কাজ করার জন্য শুভেচ্ছা জানাই। এই সময়ে দেশ একজোট হয়ে দাঁড়িয়েছিল।